রাজধানীতে আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে। টানা তিন ঘণ্টায় রেকর্ড ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এ জলাবদ্ধতায় ডোবা থেকে উঠে এসেছে মাছ।
এমন চিত্র দেখা গেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানকার একটি সড়কে টাকি ও খলিসা মাছ দেখা গেছে।
মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ নুরুল মাসুদ বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় রেকর্ড পরিমাণ ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আজ সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় হয়েছে ২১ মিলিমিটার বৃষ্টি। সব মিলিয়ে ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস আরো জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।