এই সেই হিরার টুকরা,যার ১০০ বছরের জিন্দেগীতে, ১ লক্ষ ৮২ হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে আল্লাহ এই হিরার টুকরাকে কবুল করুক। মুসলিম হল ইসলাম ধর্মকে নিজ ধর্ম বলে বিশ্বাস ও স্বীকার করে এমন ব্যক্তি|
অপরদিকে মুমিন হল ইসলাম ধর্মকে নিজ ধর্ম বলে বিশ্বাস ও স্বীকার করার পাশাপাশি তা নিজের ভেতরে ও বাহিরে ধারণ করে এবং সাথেসাথে কঠোরভাবে এর নির্দেশাবলী মেনে চলে এমন ব্যক্তি।
অর্থাৎ, বলা যায়, সকল মুমিন মুসলিম, কিন্তু সকল মুসলিম মুমিন নয়। আল্লাহ (আরবি: الله) একটি আরবি শব্দ। ইসলাম ধর্মানুযায়ী যার দ্বারা “বিশ্বজগতের একমাত্র স্রষ্টা এবং প্রতিপালকের নাম”
বোঝায়।[১][২][৩] “আল্লাহ” শব্দটি প্রধানত মুসলমানরাই ব্যবহার করে থাকেন। মূলত “আল্লাহ্” নামটি ইসলাম ধর্মে বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে বোঝানোর জন্য ভসাধারণভাবে বহুল-ব্যবহৃত নাম; এটি ছাড়াও মুসলমানরা তাঁকে আরো কিছু নামে সম্বোধন করে থাকেন। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে আল্লাহর নিরানব্বইটি নামের কথা উল্লেখ আছে;
তার মধ্যে কয়েকটির বাংলা অর্থ হল: সৃষ্টিকর্তা, ক্ষমাকারী, দয়ালু, অতিদয়ালু, বিচারদিনের মালিক, বিচারক, খাদ্যদাতা, অতি সহনশীল, বিশ্বজগতের মালিক প্রভৃতি।
তবে আরবের খ্রিস্টানরাও প্রাচীনকাল থেকে “আল্লাহ” শব্দটি ব্যবহার করে আসছেন। বাহাই, মাল্টাবাসী, মিজরাহী ইহুদি এবং শিখ সম্প্রদায়ও “আল্লাহ” শব্দ ব্যবহার করে থাকেন।[৪][৫]