ফি’লি’স্তি’নি যোদ্ধাদের মহড়া; প্রদর্শনীতে সো’লাইমানির বিশাল ছবি

ফি’লি’স্তি’নের গা’জা’য় ‘পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন’এর সামরিক শাখা ‘আবু আলী মুস্তাফা ব্রিগেড’ এক সামরিক মহড়ায় ই’স’রা’য়ে’লের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৪ জুন) এক মহড়ায় সশস্ত্র সংগঠনটি এই ঘোষণা দেয়।

মহড়ায় অংশগ্রহণকারীরা শোভাযাত্রার সামনের গাড়িতে ইরানি জেনারেল শহীদ কাসেম সোলাইমানির বিশাল ছবি প্রদর্শন করে। এ সময় তারা কাসেম সোলাইমানিকে বায়তুল মুকাদ্দাসের শহীদ বলে ঘোষণা দেয়।

মহড়ার সময় আবু আলী মুস্তাফা ব্রিগেডের একজন সদস্য বলেন, ‘আমরা গোটা বিশ্ববাসীকে জানাতে চাই প্রতিরোধ সংগ্রাম আগের চেয়ে এখন অনেক শক্তিশালী।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড শুধু ফিলিস্তিনিদের। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এ সংক্রান্ত যেকোনো ধরনের আঁতাত মোকাবিলা করার ঘোষণা দেন এই যোদ্ধা।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের পাশে মার্কিন ড্রোন হামলায় মৃ’ত্যু’ব’রণ করেন। জীবিত থাকাকালে তিনি পৃথিবীর এক নম্বর জেনারেল হিসেবে বিবেচিত ছিলেন।

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *