মাটির নিচে সন্ধান মিললো আরেক পৃথিবীর, যার মধ্যে রয়েছে আকাশ, খাল, বিল, পাহাড় ও ভিন্ন আবহাওয়া…!

গুহা শব্দটি শু’নলে প্রথমে আপনার কল্পনায় যে দৃশ্যটি ধরা পরে। মাটি বা পাথরে ঢাকা অন্ধ’কারের কোন এক জগৎ । কোথাও হয়তো ফাঁকফোকর দিয়ে দেখা মেলে সূ’র্য কিরনের এবং ভেতরে শ্বেতসেতে পরিবেশ আর বি’শাক্ত গ্যাসের উপস্থিতি ।

কিন্তু সম্প্রতি চী’নের চঙকিং প্রদেশে আবিষ্কার হয়েছে এমন এক গুহা, যে গুহার নিজিস্ব আ’লাদা আবহাওয়া ব্যাবস্থা রয়েছে। পৃথি’বীতে যেমন আকাশ রয়েছে। আকাশে মেঘ এবং কুয়া’শা রয়েছে। তেমনি এই গুহার ভেতরেও রয়ে’ছে আলাদা আকাশ।

সেই আ’কাশে রয়েছে মেঘ ও কুয়াশা। শুধু তাই নয়। গুহা’টির মধ্যে খাল, বিল, পাহাড়সহ রয়েছে আরো অনেক কিছু। চী’নের এই গুহাটির নাম ‘ইয়ার ওয়াং ডং’।চঙকিং প্রদেশের বাসি’ন্দারা অনেক আগে থেকেই গু’হাটি সম্পর্কে জানতেন। স্থানীয় বাসিন্দাদের গুহাটির সা’মান্য ভিতরে যাতায়াতও ছিল।

তবে তারা ভি’তরের কোনো দৃশ্য ধারণ করে বাইরে নিয়ে আসেননি। আর স্থা’নীয় বাসিন্দা ছাড়া বাইরের কেউই তেমন যেতেন না গু’হাটির মধ্যে। যে কারণে ‘ইয়ার ওয়াং ডং’ গুহাটি সম্পর্কে মানুষের অজানা ছিল।

গুহা বিশে’ষজ্ঞ এবং ফটোগ্রাফারদের সমন্বয়ে গঠিত একটি দল ‘ইয়ার ওয়াং ডং’ গুহার গোপ’নীয়তা আবিষ্কার করেন এবং ভেতরের বেশ কিছু দু’র্লভ ছবি তুলে নিয়ে আসেন।

অভিযা’ত্রীদের মতে, গুহাটির ভিতরে মেঘ বালুকনা জলীয় বাষ্পসহ রয়েছে আ’লাদা আবহাওয়া যা অনেকটা শীতল। আবহাওয়ার পাশাপাশি আ’র্দ্রতাও শীতল।

যে কারণে স্বা’ভাবিক শ্বাস-প্রশ্বাস গ্রহণ অনেকটা কষ্টসাধ্য। গুহার ভি’তরে যে খাল রয়েছে তা খুবই ভয়ঙ্কর ও বিধ্বংসী। কেননা এসব খালের জলে রয়েছে তীব্র স্রোত যা সহজেই কা’উকে ভাসিয়ে নিতে পারে।

অভি’যাত্রী দলের একজন সদস্য রবি শোনের ভাষ্যমতে, এর আগে এত বিস্তৃত কোনো গুহা আ’বিষ্কার করা সম্ভব হয়নি। ‘ইয়ার ওয়াং ডং’-এর মধ্যে রয়েছে অসাধারণ কিছু বি’ষয় যা সত্যি আমরা অবাক করেছে। বিশাল এই গু’হাটি প্রায় ৮২০ ফুট উঁচু।

উপরের অংশের অর্ধেকটাই কুয়াশা এবং মেঘে ঢাকা। গুহাটির ভিতরে যে জল রয়েছে তা নোনতা স্বা’দযুক্ত।

গুহা শ’ব্দটির সাথে একটু বেশিই অ্যাডভেঞ্চার কাজ করে। আমাদের দেশে অবশ্য তেমন কোনো বড় গু’হা নেই যেগুলো আছে খুবই ছোট। এখন পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর স’বচেয়ে বড় গুহা হচ্ছে ‘হ্যাং সান ডং’ ভিয়েতনামের শেষ সীমানায় লা’ওস সীমান্ত এটি অবস্থিত। যদিও এখনো জানা যা’য়নি হ্যাং সান ডং থেকেও কি ইয়ার ওয়াং ডং গুহা বি’শাল? হ্যাঁ বিষয়’টি জানতে হলে আপাতত আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে।

সূত্র : ডেইলি মেইল

About reviewbd

Check Also

লতা-পাতা নয়, চা-সিগারেট খাচ্ছে ছাগল, ভাইরাল ভিডিও

প্রায় ৩০০ প্রজাতিরও বেশি ছাগল রয়েছে। এটা গৃহপালিত প্রাচীনতম প্রজাতির প্রাণীদের মধ্যে একটি, প্রত্নতাত্ত্বিক প্রমাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *