আবারও বিতর্কে সাকিব আল হাসান। চলতি ডিপিএলে আজ শুক্রবার দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে স্টাম্প ভেঙে ফেলেন সাকিব। ঘটনা পঞ্চম ওভারের।
শেষ বলটা দারুণভাবে ভেতরে ঢুকিয়েছিলেন সাকিব। ব্যাটসম্যান মুশফিকুর রহিম হন পরাস্ত। এলবিডাব্লিউর জোরালো আবেদন নাকচ করে দেন আম্পায়ার। এরপর এক মুহূর্ত অপেক্ষা না করে ক্ষেপে গিয়ে লাথি মেরেই স্টাম্প ভেঙে ফেলেন সাকিব! পরের ওভার শেষে ফের স্টাম্প তুলে আছাড়ও মারেন!
সাকিবের এমন আচরণে মাঠের উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং পেয়ে ১৪৫ রান করে মোহামেডান। জবাব দিতে নেমে ব্যাট করতে গিয়ে শুভাগত হোমের আঘাতে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে আবাহনী। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। তার দ্বিতীয় এবং তৃতীয় বলে ছক্কা ও চার মারেন মুশফিকুর রহিম। পরের দুই বল যায় ডট। শেষ বলে শুরু হয় গণ্ডগোল।
এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে শাসাতেও দেখা গেছে সাকিবকে। এরপরের ওভারেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার আগে ১৪৬ রান তাড়ায় ৩ উইকেটে ৩১ রান করেছে আবাহনী। কিন্তু আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসানের এই কাণ্ড! এমন আচরণের জন্য বাংলাদেশের সুপারস্টার এই ক্রিকেটারকে শৃঙ্খলাভঙ্গের শাস্তির মুখে পড়তে হতে পারে।