ভা’রতে রাতে ৮০০ কেজি গোবর চু’রি, ত’দন্তে নেমেছে পু’লিশ

ভারতের ছত্তিশগড়ে একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চু’রির অ’ভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে অ’জ্ঞাতপরিচয় ব্যক্তিদের বি’রুদ্ধে মা’মলা করা হয়েছে। এ বিষয়ে ত’দন্ত শুরু করেছে পু’লিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গত ৮ ও ৯ জুন রাতে ছত্তিশগড়ের কোরবা জে’লার ধুরেনা গ্রামে ওই চু’রির ঘটনা ঘটেছে।

দীপকা থা’নার পু’লিশ কর্মক’র্তা হরিশ তাণ্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার এ ব্যাপারে থা’নায় অ’ভিযোগ করেছেন।

তবে রোববার বিষয়টি সামনে এসেছে। পু’লিশ কর্মক’র্তা বলেন, ওই ৮০০ কেজি গোরবের বাজারমূল্য এক হাজার ৬০০ টাকার মতো। কিন্তু কে বা কারা এ গোবর চু’রি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কী’ কারণে গোবর চু’রি করা হয়েছে, তা নিয়েও দোটানায় পু’লিশ।

রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দুই টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গৌঠানে (কোনো গ্রামের নির্দিষ্ট এলাকা, যেখানে দিনের বেলায় গবাদিপশুদের রাখা হয়) রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে রাজ্য সরকার।

সে জন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চু’রি করা হয়েছে বলে ধারণা একাংশের। যদিও পু’লিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *