মাইনুল আহসান নোবেল। বিতর্ক আর এই গায়ক যেন সমার্থক। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার বাবা হওয়ার খবর জানিয়েও বিতর্কে ‘সারেগামাপা’ খ্যাত এই শিল্পী। সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান, ‘আলহামদুলিল্লাহ, হয়তো আমরা বাবা-মা হতে চলেছি। আমি ও আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’
অথচ নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল বলছেন ভিন্ন কথা। তিনি নাকি এ ব্যাপারে কিছুই জানেন না। বুধবার ফেসবুক লাইভে এসে স্বামীর মিথ্যাচার নিয়ে প্রতিবাদও জানালেন। বললেন, ‘আমি প্রেগন্যান্ট নই। নোবেলের স্ট্যাটাস দেখে জানলাম, আমি নাকি মা হতে চলেছি! এ ব্যাপারে আমি নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাকে পাচ্ছি না। সে কেন এমনটা করলো আমি জানি না। মাতৃত্বের বিষয়টি সে কোনোভাবেই ব্যবহার করতে পারে না।’
নোবেলের স্ট্যাটাস দেখে পরিবার, বন্ধুরা সালসাবিলকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু এই বিষয় নিয়ে মর্মাহত তিনি। গায়কের স্ত্রীর কথায়, ‘মাতৃত্ব একটা সংবেদনশীল বিষয়, সেটাকে পাবলিসিটি স্ট্যান্ট হিসাবে ব্যবহার করা অপরাধ। যেহেতু সে (নোবেল) আমার কাছের মানুষ, তাই সে যদি এমন কিছু করে থাকে তাহলে আমি লজ্জিত। আমার জানা নেই, কেন বলা হয়েছে আমি প্রেগন্যান্ট! এই মিথ্যাচারে আমি সত্যি লজ্জিত।’
সালসাবিল আরও জানান, মা হওয়ার ব্যাপারে তিনি নোবেলকে কোনো ইঙ্গিত দেননি। তার কথায়, ‘আমি বোধহয় বাংলাদেশের প্রথম মেয়ে, যে লাইভে এসে এমন একটা সেনসেটিভ বিষয় নিয়ে কথা বলছে, বলছে আমি প্রেগন্যান্ট নই। একটা মেয়ের জন্য প্রেগন্যান্সি কী, সেটা একটা মেয়েই জানে। এটা নিয়ে মিথ্যা রটানো অপরাধের পর্যায়ে পড়ে।’ এ ব্যাপারে তিনি নোবেলকে ক্ষমা করবেন না বলেও জানান।
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন গায়ক নোবেল। ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। সেই পরিচয় থেকে সখ্যতা, প্রেম। কয়েক মাস পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সালসাবিলকে বিয়ের পর এসব তথ্য নোবেল নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন। তবে প্রেগন্যান্সির খবর নিয়ে নোবেল ও তার স্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে বিভ্রান্ত নেটবাসী। সত্য জানার অপেক্ষায় সকলে।