কোপা আমেরিকা: চ্যাম্পিয়ন-রানারআপ কে কত টাকা পাবে?

আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হবে।

ফাইনাল শেষে একদল চ্যাম্পিয়ন হবে, আর বিপক্ষ দল হবে রানারআপ- এটাই স্বাভাবিক। তবে দুদলের কে, কত টাকা পাচ্ছে এ নিয়ে জানার আগ্রহ সবার। অবশ্য কনমেবল কর্তৃক এ বিষয়ে জানানো হয়েছে এপ্রিলেই।

এবারের কোপা চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি। গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি পাবে চ্যাম্পিয়নরা।

ফাইনাল ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ রানার্সআপরা পাবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকার বেশি। এর বাইরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দেয়া হয়েছে ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে।

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *