ক্যারিয়ার কোন অবস্থানে সেটা ভাবেননি। যখন সংসার-সন্তান হলো, নিজেকে শতভাগ সেখানেই সপে দিলেন। জনপ্রিয় এমন অভিনেত্রীদের ভক্তরা মিস করলেও, সন্তানের জন্য দিয়ে দিলেন ক্যারিয়ার বিসর্জন। সেই গল্প বললেন নিজেদের মুখেই…
শাবনুর: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ে দাপুটে নায়িকা শাবনূর। হঠাৎ করেই মিডিয়াতে তাঁর বিয়ের খবর প্রকাশ পায়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর জানা যায়, শাবনূর পুত্র সন্তানের মা হয়েছেন। কিন্তু স্বামী ও সন্তানকে নিয়ে বরাবরই তিনি ছিলেন আড়ালে।
এখন কিছু অনুষ্ঠানে ছেলেকে নিয়ে দেখা মিলে। স্বামী ও সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন অনেকটা দিন। এ নিয়ে তিনি বলেন, ‘ সত্যি বলতে, নায়িকা হওয়ার কারণে আমাকে স্বাভাবিক জীবন বিসর্জন দিতে হয়েছে।
মন চাইলেও কখনো নিজের মতো করে বাইরে কোথাও ঘুরে বেড়ানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে বোরকা পরে বের হতে হয়েছে। কিন্তু আমারও তো ইচ্ছে করে, অন্যদের মতো করে ঘুরে বেড়াতে। কিন্তু তা কি আর হয়।
বিয়ের পর তাই ভেবেছি, আমার স্বামী আর সন্তানকে যদি সাধারণ মানুষ না চেনেন হয়তো তাহলে তাঁদের সঙ্গে অন্তত বাইরে মনের আনন্দে ঘুরে বেড়াতে পারব। সেই ভাবনা থেকেই আসলে আমি স্বামী ও সন্তানকে সবার সামনে তুলে ধরতে চাইনি।
আর মা হতে গিয়ে সিনেমায় অভিনয়ও কমিয়ে দিয়েছি। একটা সময়ে তো আর অভিনয় করলামই না। ছেলে বড় হচ্ছে। এখন মনে হচ্ছে ওর সঙ্গে আমার থাকা উচিত। জানিনা অভিনয়ে আর ফিরবো কিনা। ছেলেকে সময় দেয়া হচ্ছে আমার মূল ভাবনা।’
হাসিন: পুত্র সন্তানের মা ভিট চ্যানেল আই টপ মডেল ও জনপ্রিয় অভিনেত্রী হাসিন রওশন জাহান। দীর্ঘ পাঁচ বছর শোবিজে কাজ করেছেন। কিন্তু মা হয়ে পুরোপুরি শোবিজেকে বিদায় জানান। উদ্দেশ্য, সন্তানকে যথেষ্ঠ সময় দিবেন।
তিনি জানান,‘ ভক্তদের ভালোবাসাতেই আমি হাসিন রওশন। তাঁদেরকে অনেক মিস করব। মিস করব আমার সহকর্মীদেরও। আপাতত আর শোবিজে ফেরার ইচ্ছে নেই। সন্তান আর সংসারেই কেটে যায় পুরোটা সময়।’
ঈশিতা: ছোটপর্দার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী। শৈশব থেকেই অভিনয়-গানের সঙ্গে জড়িত তিনি।সন্তান ও পরিবারের জন্য দীর্ঘদিন ক্যামেরার বাইরে রেখেছেন নিজেকে। এতটা দিনে একটুও কমেনি অভিনয় ও ভক্তদের প্রতি প্রেম।
তাই ফিরে আসা। আসছে ঈদ উল ফিতর উপলক্ষে রাফায়েল আহসানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘কাঠপেন্সিল’। এতে কলকাতার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ঈশিতা।
তার কাছে এ প্রত্যাবর্তন তাই রোমাঞ্চকর ও আনন্দের। বললেন, “চারবছর পর ক্যামেরার সামনে অভিনয় করতে দাঁড়ানো একটু তো ভয় পাচ্ছিলামই। কারণ চর্চার ব্যাপার আছে। আসলে এটা তো সবারই জানা। বাচ্চারা যখন বড় হচ্ছিলো তখন ক্যারিয়ারকে তুচ্ছ করতে হয়েছে। সন্তান রেখে দিনরাত আর শুটিং করা হয়নি।
এইজন্যই হুট করে অভিনয়টা একদম কমিয়ে দিয়েছি। মাঝেমধ্যে অভিনয় করি, সেটা একদম আমার মত হতে হবে। তবে মানুষ আমাকে এখনো ভালোবাসে। মনে রাখে। সেটা ভাবলে ভালো লাগে।’
শ্রাবন্তী: সন্তানসম্ভবা হওয়ার পর যুক্তরাষ্ট্র যান শ্রাবন্তী। এর পর থেকে তিনি সেখানেই আছেন। সেখানেই স্বামী, সংসার আর সন্তান নিয়ে সময় কাটে। দুই মেয়ের জননী শ্রাবন্তী। সন্তানের ভবিষ্যৎ তিনি যুক্তরাষ্ট্রেই গড়তে চান। ক্যারিয়ারের সু- সময়ে বিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার অন্যতম কারণ এটাই।