সম্প্রতি নেটপাড়ায় ঝড় তুলেছে শ্রীলঙ্কার জনপ্রিয় প্রেমের গান ‘মানিকে মাগে হিথে’। সিংহলী ভাষায় ইওহানি ডি’সিলভার কণ্ঠে সেই গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ভাষা ও সংস্কৃতির দূরত্ব ভেঙে সবার মুখে মুখেই ভেসে বেড়াচ্ছে গানটি। শেয়ারও হয়েছে প্রচুর। ভাইরাল হওয়া এই গানটি ভারত ও বাংলাদেশেও বেশ চর্চিত।
তারকা থেকে সাধারণ মানুষ- সকলেই সেই গানে গলা মিলিয়েছেন। এমনকি এই গানটি শোনা গেছে সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলমের কণ্ঠেও।
যেখানে ইওহানি ডি’সিলভার গাওয়া জনপ্রিয় সিংহলী গানে মেতেছে গোটা বিশ্ব। সেখানে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ রানু মণ্ডলই বা বাকি থাকবেন কেন! এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন রানু মণ্ডল।
এই নিয়ে রানুর কণ্ঠে আবারো ভাইরাল ‘মানিকে মাগে হিথে’ গান। এক ইউটিউবার রানুর এই গানের ভিডিও পোস্ট করেছেন নিজের চ্যানেলে
ভিডিওতে দেখা যায়, লাল রঙের টি-শার্ট পরেছেন রানু। চিরাচরিত শাড়ি বা নাইটি আর গায়ে নেই। অনেকেরই মত, সুর ঠিক আছে। উচ্চারণে সমস্যা থাকলেও সুরে সেরকম কমতি নেই! তো কেউ কেউ দাবি, এত সুন্দর গানটাই নষ্ট হয়ে গেল!
রানু মণ্ডলের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ গানটি:-
ইতোমধ্যেই ইউটিউবে রানুর সেই নতুন ভিডিও দেখেছেন প্রায় ৬৩ হাজার মানুষ। দেখা যাচ্ছে, বেশ আনন্দ নিয়েই গানটি গাইছেন রানু। খোলা চুল কাঁধের দু’পাশ দিয়ে সামনে ফেলা। গান শেষ হলে ওই ইউটিউবার রানুর তারিফও করেন। যা শুনে একগাল হেসে লজ্জা পেতে দেখা যায় রানুকে।
২০১৯ সালে রাণাঘাট স্টেশনে প্রথম ভাইরাল হয়েছিল রানু। পথ চলতি এক ইঞ্জিনিয়ার রানুর গান রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যা নিমেষে ভাইরাল হয়। লতা-কণ্ঠী রানুর প্রশংসায় পঞ্চমুখ হয় সকলেই। এরপর রানুর ডাক পরে এক রিয়েলিটি শো-তে। তারপর সেখানেই তিনি নজরে আসেন হিমেশ রেশামিয়ার।
হিমেশের সঙ্গে ‘হ্যারি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে ‘তেরি মেরি কাহানি’ গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন তিনি। নানা অনুষ্ঠানে গান গাওয়ার ডাক আসতে লাগল। তবে অল্প সময়ের মধ্যে যেমন জনপ্রিয়তার শিখরে পৌঁছে ছিলেন, ঠিক তেমনই অল্প সময়ের মধ্যেই নিজের ব্যবহারের কারণেই লোকচক্ষু বিষ হয়ে উঠেছেন তিনি। খ্যাতির বিড়ম্বনায় কিছু বছরের মধ্যেই ফের রানাঘাটে রানু।
সূএঃডেইলি বাংলাদেশ