কখন স”হবা”স করলে মি”ল”ন শুভ হয়? জেনে নিন!

মি”ল”নের সবচেয়ে উত্তম সময়, এই উপসংহারে এসেছেন গবেষকরা। তারা আরও জানান, এসময় ‘অ”র্গাজ”ম’ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।

সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, সূর্যের আলো মস্তিষ্কের হরমোন নিয়ন্ত্রণকারী অংশ ‘হাইপোথ্যালামাস’-কে উদ্দীপ্ত করে টে”স্টো”স্টেরনের মাত্রা বাড়ায়।

গবেষকরা বলেন, “আমাদের দেহঘড়ি ‘সার্কাডয়ান রাইমস’ নামক জৈবিক প্রক্রিয়া পরিচালনা করে যা আমাদের মানসিকতা এবং কর্মশক্তির মাত্রাকে নিয়ন্ত্রণ করে।”

এমনকি একজন পুরুষ ঘুম থেকে জেগে ওঠার আগ থেকেই তার টে”স্টোস্টে”রনের মাত্রা তুঙ্গে থাকে। দিনের অন্যান্য সময়ের তুলনায় শতকরা ২৫ থেকে ৫০ ভাগ বেশি।

লন্ডনের সেইন্ট বার্থোলোমিওস হাসপাতালের নিউরোএন্ডোক্রিনোলজির অধ্যাপক অ্যাশলে গ্রোসম্যান বলেন, “এই বর্ধিত টেস্টোস্টেরন মাত্রার কারণে বেশির ভাগ পুরুষেরই সপ্তাহে দুই থেকে তিনবার যৌ”না”ঙ্গ উত্থিত অবস্থায় ঘুম ভাঙতে পারে।”

দিন গড়ানোর সঙ্গে ধীর ভাবে পু”রুষের শ”রীরে টেস্টোস্টেরন তৈরি হতে থাকবে। কারণ মাংসপেশী গঠন এবং শু”ক্রা”ণু তৈরিতেও এই হ”রমো”ন প্রয়োজন হয়।

About reviewbd

Check Also

৭ বছর সংসারের পর স্ত্রী’’কে প্রে’মিকের কাছে ফিরিয়ে দিলেন স্বা’মী

গল্পটা সিনেমা’র মতোই। যেন ব্লকবাস্টার হিন্দি সিনেমা ‘হা’ম দিল দে চুকে সানাম’ এর প্রায় হুবহু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *