ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে তিশা

শিরোনাম দেখে হয়তো ভাবনায় নানা কিছু ঘুরপাক খাচ্ছে। তবে ভাবনার কিছু নেই। একজন অভিনয় শিল্পীকে অভিনয়ের সুবাদে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। তারই ধারাবাহিকতায় এবার তানজিন তিশা অভিনয় করলেন মায়ের চরিত্রে। নাটকের নাম ‘রাজপুত্র’। আর মজার বিষয় হচ্ছে,

নাটকে তানজিন তিশার সন্তানের চরিত্রে অভিনয় করেছেন তারই বড় বোনের সন্তান নায়াস-উর রাশিদ। যাকে তিনি নিজের সন্তানের মতোই আদর করেন।

তানজিন তিশা বলেন, ‘নায়াস আমার বোনের ছেলে। কিন্তু ওকে আমি আমার সন্তানের মতোই আদর করি। আমার সঙ্গে ওকে দেখে কেউ যদি জানতে চান, এটা কে? আমি এক কথায় বলে দেই, ও আমার সন্তান।’

এর আগেও, বেশ কিছু নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তবে ‘রাজপুত্র’ নাটকটি তার কাছে বিশেষ কিছু। কারণ এতে তিনি তার বোনের সন্তানকে নিজের সন্তান হিসেবে পেয়েছে বলে জানান তিশা।

সম্প্রতি উত্তরায় ‘রাজপুত্র’ নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। অভিনেতা ও নির্মাতা সোহেল আরমানের পরিচালনায় এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

নির্মাতা সোহেল আরমান জানান, খুব শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

About reviewbd

Check Also

শাকিবের পারিশ্রমিক এক কোটি কেন, ২৫ লাখ টাকাও বেশি হয়ে যায়

‘প্রিয়তমা’ সিনেমাটি এরই মধ্যে ৪০ কোটি টাকার ওপর আয় করেছে বলে সিনেমাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *