তামিমের মতো আরও একজন বিশ্বকাপ খেলতে চায়নি: পাপন

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার সহজভাবে নিতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচের পরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই নিজের ক্ষোভের কথা জানিয়েছেন বিসিবি বস। তার সঙ্গে এক বিস্ফোরক তথ্যও দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি জানালেন, তামিম যে বিশ্বকাপে খেলবেন না সেটি আগেই জানতেন তিনি। শুধু তাই নয়, তামিমের মতো আরও একজন ক্রিকেটার নাকি বিশ্বকাপ খেলতে চাননি। যদিও সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি পাপন।

পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নাই খেললে খেলবে না খেললে নাই। সোজা বলে দেবে।’

বিসিবি সভাপতি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে আবেগের জায়গা নেই এবং কারও খেলতে চাইলে খেলবে আর ইচ্ছে না হলে খেলবে না। পাপন বলেন, ‘অভিমান করে বলে দেবে আমি খেলব না এটা আমার কাছে গ্রহণ যোগ্য না। কার সাথে অভিমান দেশের সাথে? এদেশেই তো থাকতেছে সে। এই ধরণের আবেগের কোন জায়গা নেই। আমার কথা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে না চাইলে খেলবে না।’

তামিমের প্রশংসা করে পাপন বলেণ, ‘একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নাই। দেখেন কে কি মনে করলো আমার জানার দরকার নাই। আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে মনে করি আমার বুদ্ধি বিবেচনায় তামিম সেরা ওপেনার। এই ব্যাপারে কোন সন্দেহ নাই।’

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *