ময়ূরী—বাংলা চলচ্চিত্রের অন্ধকার সময়ের জনপ্রিয় একজন নায়িকা। একের পর এক অশ্লীল সিনেমায় অভিনয় করে এদেশর চলচ্চিত্র শিল্পকে খাদের কিনারায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর তিনি। তবে এখন ময়ূরী চলচ্চিত্র থেকে অনেক দূরে। অশ্লীল চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখনো তার দিকে অভিযোগের আঙুল তোলা হয়। প্রশ্নবিদ্ধ করা হয়। যদিও সবসময় আত্মপক্ষ সমর্থণ করে আসছেন এই বিতর্কিত অভিনেত্রী।
সম্প্রতি ময়ুরী আবারও দাবি করেন, তিনি কখনো অশ্লীল ছবি করেননি। তার সিনেমাগুলোতে যেসব দৃশ্য দেখা যেত, সেগুলো মূলত আলাদাভাবে জোড়া দিয়ে লাগানো ছিল। এক টিকটক ভিডিওতে এমন দাবি করেন তিনি।
ময়ূরীর কথায়, “আমার সব ভক্ত কিংবা যারা আমাকে পছন্দ করেন না, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আসলে কখনো এভাবে বলা হয়নি; আমি কখনো অশ্লীলতা করিনি। তারা (নির্মাতা-প্রযোজক) কাটপিস লাগিয়ে এই শুটিংগুলো করেছে। আপনারা যে যা দেখেছেন, আমাকে ভুল বুঝবেন না।”
ময়ূরী আরও বলেন, “আমি কখনোই এতো বাজে কিছু করিনি, যেটা সমাজের মানুষ দেখতে পারবে না। আমিও তো সেই সমাজেই বাস করি। তবে হ্যাঁ, আমি করেছি। কিন্তু এতোটাও খারাপ কিছু করিনি।”
ময়ূরীর আসল নাম মুনমুন আক্তার লিজা। ১৯৯৮ সালে নবম শ্রেণিতে পড়াকালীন তিনি সিনেমায় আসেন। ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
কয়েকবছর নিজের জীবনের কাহিনি নিয়ে চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন ময়ূরী। যদিও পরে সেই ছবি আলোর মুখ দেখেনি।