ইংল্যান্ডের বিপক্ষে নামার আগেই বাংলাদেশ দলে ২ দুঃসংবাদ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড দল। ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণের বিশ্বকাপে শুরুটাও তারা করেছে এক নম্বর দলের মতোই। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দিয়েছে মরগানের দল।

এবার সেই ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) আবুধাবিতে টি-টোয়েন্টির পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামছে টাইগাররা।

আর এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগেই বাংলাদেশ শিবিরে ভেসে এলো দুঃসংবাদ। তাও আবার দু-দুটি। প্রথমটি হচ্ছে, দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের পিঠের পুরনো ব্যাথা ফের জেগে উঠেছে। ব্যথা এতোটাই বেশি যে, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। তাকে আর পাওয়া যাবে না বাকি ম্যাচগুলোতে।

দ্বিতীয়টি হচ্ছে, চোট পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। যে কারণে বাংলাদেশ শিবিরে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, দুবাই স্পোর্টস সিটির আইসিসি ক্রিকেট একাডেমিতে মঙ্গলবার বিকেলে পেসার তাসকিন আহমেদের বলে ব্যাটিং অনুশীলন করছিলেন সোহান। এ সময় তাসকিনের একটি দ্রুতগামী বল এসে আঘাত করে সোহানের তলপেটের ঠিক নিচের দিকে। ব্যথায় কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তলপেটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

এ খবরে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বুধবার ইংল্যান্ডের বিপক্ষে নুরুল হাসান সোহানকে উইকেটের পেছনে দেখা যাবে কি না।

সারাদিন এমন শঙ্কার মধ্যে অবশ্য আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তিনি জানিয়েছেন, নুরুলের অবস্থা অনেকটাই ভালো। ব্যথা পাওয়ার পর বেশ কিছু সময় বিরতি দিয়ে পরে আবার কোনো সমস্যা ছাড়াই অনুশীলনে ব্যাটিং করেছে সে। বুধবার নুরুলের খেলা নিয়ে তেমন কোনো সংশয় নেই, যদি না রাতের মধ্যে ব্যথা বা সমস্যা আর বাড়ে।

অর্থাৎ শঙ্কা থেকেই যাচ্ছে। ব্যথা বাড়লে বিকল্প উপায় খুঁজতে হবে নিশ্চিত। যদিও ব্যাট হাতে সময়টা ভালো কাটছে সোহানের। কিন্তু উইকেটের পেছনে পারফরম্যান্স তার বরাবই দুর্দান্ত। সে হিসেবে তার অনুপস্থিতি দলকে ভোগাবে নিশ্চিত।

এদিকে পেসার সাইফউদ্দিনকে যে আর বিশ্বকাপ একাদশে পাওয়া যাবে না তা নিশ্চিত করেছে বিসিবি সূত্র।

তার জায়গায় দলে ঢুকে পড়েছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা পেসার রুবেল হোসেন। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট টেকনিক্যাল কমিটি মূল দলে রুবেলের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।

কপাল ভালো হলে আজই ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে মাঠে দেখা যেতে পারে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসারকে।

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *