টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরুর ১৪ বছরে এসেও ইংল্যান্ডের সাক্ষাৎ পায়নি বাংলাদেশ। অবশেষে বিশ্বকাপের গ্রুপপর্বের বাধা পেরিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও জয়ের স্বাদ পাননি বাংলাদেশ ক্রিকেট দল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বুধবার বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে এটা এক প্রকার নিশ্চিত। এরই মধ্যে দেশের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। পিঠের চোটের কারণে বিশ্বকাপ মিশন শেষ তার। সাইফউদ্দিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। পুরোনো পিঠের ব্যথায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম নয়তো তাসকিন আহমেদ। নাসুম আহমেদ একাদশে থাকবেন এই ম্যাচেও। ইংল্যান্ডও তাদের পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশের স্পিনের কথা মাথায় রেখেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।