টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স ও দলের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখিয়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলকে ফাইনালে তুলতে না পারলেও টুর্নামেন্টজুড়ে হেসেছে তার ব্যাট। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শনিবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ৩টি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল।
বিশ্বকাপ সেমিফাইনালের আগে অসুস্থ ছিলেন রিজওয়ান। ছিলেন হাসপাতালের আইসিউতেই। সেখান থেকে সরাসরি সেমিফাইনাল ম্যাচ খেলেই আবার উড়াল দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্য। বিশ্বকাপে ব্যাট হাতে প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করা এই তরুণ ওপেনার হয়তো দুবাইয়ে ঠিকমতো ঘুমাতে পারেননি। যে কারণে আরব আমিরাত থেকে বালিশ কোলে নিয়ে ঢাকায় এসেছেন রিজওয়ান।
পাকিস্তানি এক সাংবাদিক জানিয়েছিলেন, মোহাম্মদ হাফিজ ও রিজওয়ান ঢাকা সফরে যাওয়ার সময় নিজেদের বালিশ সঙ্গে নিয়ে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রিজওয়ান আসলে বিশ্বকাপের কারণে আরব আমিরাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। তাই হয়তো ক্লান্তি দূর করতে বালিশ নিয়ে বিমানে চড়েছিলেন বা সেখান থেকেই বালিশ সাথে করে নিয়ে এসেছেন। এছাড়া অন্য কোনো কারণ দেখছি না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩ ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে বোলারদের ঘুম কেড়ে নেওয়া রিজওয়ান টাইগারদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে হয়তো নিজের ঘুমটা সারতে চান! সেজন্যই হয়তো আরব আমিরাত থেকে বালিশ নিয়ে ঢাকায় এসেছেন।