কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি ছাগল ৬টি ছানা জন্ম দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত নারী-পুরুষ ছানাগুলোকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তঘেঁষা গজেরকুটি গ্রামে। ছাগলের মালিক ওই গ্রামের আসমত আলীর স্ত্রী মনোয়ারা বেগম। মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, মা ছাগলটি সুস্থ আছে। সঙ্গে ৬টি ছানাও স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
ছাগলের মালিক মনোয়ারা জানান, আল্লাহর অশেষ কৃপায় ছাগলটির ৬টি ছানা হওয়ায় আমরা খুবই খুশি। এ যাবত ছাগলটি কয়েকবারে আমাদের সংসারে ১৫টি ছানার জন্ম দিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কৃষ্ণ মোহন হালদার জানান, চারটি পর্যন্ত ছাগলের ছানা হয় এটা স্বাভাবিক। কখনো কখনো পাঁচটিও হয়। ৬টি ছানা হয় এটা ব্যতিক্রম। তবে এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। আমরা ছাগলের মালিককে ছানাগুলো দেখাশুনার জন্য পরামর্শ দেব এবং সঙ্গে খাদ্যসামগ্রী দেওয়া হবে।