গো’লাপগঞ্জের কুড়া নদীতে এক যুবকের বড়শিতে ধ’রা পড়া ৬শ গ্রামের ওজনের একটি গাগলা মাছ নিয়ে ল’ঙ্কাকান্ডের সৃ’ষ্টি হয়েছে। রাতে সুুুুরুজ আলী নামের এক যুবকের বড়শিতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামস্থ কুড়া নদীতে এ মাছটি ধ’রা পরে।
সারারাত চে’ষ্টা করেও তিনি মাছটি উঠাতে পারেননি। এরপর শনিবার সকালে বড়শিতে ২শ কেজির ওজনের মাছ ধ’রা পড়েছে বলে পুরো উপজেলায় খবর ছড়িয়ে পরলে আশপাশ এলাকার বিভিন্ন জায়গা থেকে কয়েক শতাধিক উৎসুক জনতা মাছটি দেখতে ভীড় করেন। সারাদিনেও অনেক ডুবুরি এই মাছটি উঠাতে পারেনি।
পরে ভাদেশ্বর থেকে আসা এক ডুবুরি ‘বিকেলে মাছটি তুলতে সক্ষ’ম হলে দেখা যায় মাত্র ৬শ গ্রাম ওজনের একটি গাগলা মাছ। যার বড়শিতে এই মাছটি ধ’রা পড়েছিল সেই সুরুজ আলী বলেন, আমি আসলেই লজ্জিত,
কে বা কারা’ ২শ কেজি ওজনের মাছ ধ’রা পড়েছে বলে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ায় হাজারো মানুষকে ক’ষ্ট করতে হলো। গতকাল থেকে আমি মাছটি তুলতে না পারায় অনেকে ধারণা করেছিল মাছটি অনেক বড় হবে।
পাঠক আমর’া বেশির ভাগ সংবাদ প্রা’প্ত বিশ্বস্ত সুত্র থেকে সংগ্রহ করে যাচাই বাচাই করে পাবলিশ করে থাকি। আমর’া সব সময় চে’ষ্টা করি সত্য সংবাদ তুলে ধরতে।
পথ চলার ৫ বছরের মধ্যে ৯৯.৯৯ ভাগ সংবাদ সঠিক ও তথ্য সমৃ”দ্ধ ছিল। আপনাদের মতামত পরামর’্শ আমা’দের পথ চলা। ভাল লাগলে সাথে থাকুন অন্যদের বলুন, ভাল না লাগলে আমা’দের বলুন।