বিয়ে করলেন অভিনেতা পলাশ, সেই রোকেয়াই কি তার স্ত্রী?

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশ কাবিলা নামেই বেশি পরিচিত। পারিবারিকভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপরই প্রশ্ন উঠেছে, যাকে তিনি বিয়ে করেছেন, তিনিই কি রোকেয়া?
ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে ‘রোকেয়া’ চরিত্রটি কাবিলার মতোই জনপ্রিয়! নাটকে বজরা বাজারে জাকিরা নামে একজন কাবিলার প্রেমিকা রোকেয়াকে বিরক্ত করে। নাটকে তাদের বিভিন্ন খুঁটিনাটি দর্শকরা বেশ পছন্দ করেন।

তবে জানা গেছে, পলাশের সদ্য বিবাহিত স্ত্রীর নাম রোকেয়া নয়। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

একযুগেরও বেশি সময় পর নাটকের কোন চরিত্র যে বাস্তব জীবনে এতটা প্রভাব ফেলতে পারে সেটা ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ চরিত্রটিতে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন পলাশ। নাটকে কাবিলা রোকেয়ার সঙ্গে প্রেম করলেও বাস্তব জীবনের চিত্রটা কিন্তু ভিন্ন। কেননা বাস্তব জীবনে অবশেষে তিনি থিত হলেন নাফিসার সঙ্গে।

শুক্রবার পলাশের বিয়ের খবরটি নিশ্চিত করেন ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল আরেফিন অমি তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানান।

ডেইলি বাংলাদেশ-এর পাঠকদের জন্য পরিচালক কাজল আরেফিন অমির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আপনাদের আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। ২০১৬ সালের মার্চ,এপ্রিলের দিকে পলাশ আমার সাথে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে পলাশ। আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে এক সিকোয়েন্স/ দুই সিকোয়েন্স করে এক্টিং করাতাম, ও কখনোই এক্টিং করতে চাইতো না। বলতো, এক্টিং করলে, আমি ডিরেকশন এর কাজে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেন যেন সবসময় মনে হতো, ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি আমার হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি।

এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা। দেখতে দেখতে ও কত বড় হয়ে গেল, নিজে ডিরেকশন শুরু করলো, অভিনেতা হিসেবে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, বলে বুঝাতে পারবো না আমার কতটুকু ভাল লাগে।

আমি চাই ও জীবনে আরো অনেক বড় হোক। আমার চোখে ওর জীবনটা মাত্র শুরু, এখনো অনেক দূর যেতে হবে। আমি পলাশকে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখতে চাই।

আর এই ছেলেটা তার নতুন জীবনে পা রেখেছে ওর জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করে।

সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।

About reviewbd

Check Also

শাকিবের পারিশ্রমিক এক কোটি কেন, ২৫ লাখ টাকাও বেশি হয়ে যায়

‘প্রিয়তমা’ সিনেমাটি এরই মধ্যে ৪০ কোটি টাকার ওপর আয় করেছে বলে সিনেমাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *