ভারতে ধর্মীয় হানাহানির খবর প্রায়ই শিরোনামে আসে। তার বিপরীতে কেরালার চিকিৎসক রেখা কৃষ্ণা দৃষ্টান্ত স্থাপন করলেন। মৃ’ত্যু পথযা’ত্রী এক মুসলমান করোনায় আক্রান্ত রোগীর কানে কালেমা পড়ে শোনালেন এই চিকিৎসক।
সম্প্রতি কেরালার পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হন করোনা আক্রান্ত এক মুসলমান নারী। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা।
ওই নারীর চিকিৎসা করছিলেন তিনি। রোগী আইসিইউ-তে থাকলেও কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিলো না। চিকিৎসক বুঝতে পারছিলেন ওই করোনা রোগীকে কোনোভাবেই সুস্থ করে তোলা সম্ভব নয়।
পরিবারের সদস্যদেরও সেই কথা জানিয়ে দেন চিকিৎসক। যেহেতু করোনা আক্রান্ত তাই ওই নারীর সংগে পরিবারের কেউই দেখাও করতে পারছিলেন না। একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন কমে যাচ্ছে।
ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে কালেমা পড়তে থাকেন ওই চিকিৎসক। রেখা দেখেন কালেমা পড়ামাত্রই রোগী গভীর শ্বাস নেন। তারপরই তাঁর মৃ’ত্যু হয়।
চিকিৎসক রেখা বলেন, আমার বেড়ে ওঠা দুবাইতে। তাই ইসলাম ধর্ম সম্পর্কে আমি অল্পবিস্তর জানি। সেই কারণেই মৃ’ত্যুপথযাত্রী করোনা রোগীর কানে কালেমা পড়ে শুনিয়েছি।