ইস’রাই’লকে পরা’জিত করে গা’জা যু’দ্ধে হা’মাসের বিজয় হয়েছে। টানা ১১ দিনের যু’দ্ধের পর ই’সরাই’ল অ’স্ত্রবির’তিতে সম্মত হওয়ায় এমনটাই দাবী করছেন গা’জা উ’পত্যকা হামা’সের রাজ’নৈতিক ব্যু’রোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া। যু’দ্ধবিরতি কা’র্যকর হওয়ার পর শুক্রবার গা’জা শহরে উদযাপনরত হাজার হাজার মানুষের উ’দ্দেশে দেয়া বক্তৃতায় এমন অভিব্যক্তি প্রকাশ করেন হামাসের জ্যেষ্ঠ এই নেতা। তিনি বলেন, ‘এটি বিজয়ের উচ্ছ্বাস।’
ওই সময় তিনি ইস’রাই’লের বি’মান হা’ম’লায় বি’ধ্ব’স্ত বা’ড়িঘর পুনর্নির্মাণের আশ্বাস দেন। হামাস ও ইস’রাই’লের মধ্যে ১০ মে থেকে শুরু হওয়া যু’দ্ধে র’ক্তপা’ত ব’ন্ধে ব্যাপক আ’ন্তর্জাতিক চা’পের মধ্যে মিস’রের মধ্যস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যায় যু’দ্ধবি’রতিতে সম্মত হয় দুই পক্ষ।
হা’মাস ও ইস’লামি’ক জি’হাদের সাথে ই’সরাই’লের এ অ’স্ত্রবি’রতি কা’র্যকর হয় শুক্রবার থেকে। গা’জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইস’রাই’লি হা’ম’লায় উপ’ত্যকায় ২৩২ ফিলিস্তিনি নি’হ’ত হয়, যাদের মধ্যে ৬৫ শিশু ও হামাস যো’দ্ধা র’য়েছে। হা’ম’লায় আ’হ’ত হয়েছে এক হাজার ৯০০ মানুষ।
হামাসের হিসাব অনুযায়ী, বি’মা’ন হা’ম’লায় বি’পুল জা’য়গা ধ্বং’সস্তূ’পে প’রিণত হয়েছে। বাস্তু’চ্যুত হয়েছে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ। ইস’রায়ে’লের সে’নাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাস ও সশ’স্ত্র অন্য সংগঠনগুলো ই’সরাই’লের দিকে চার হাজার ৩০০-এর বেশি র’কে’ট ছু’ড়ে’ছে।
এর বেশির ভাগই আ’ট’কে দি’য়েছে আকাশ প্রতি’রক্ষা ব্যবস্থা আ’য়র’ন ডো’ম। ইস’রাই’লের পু’লিশ জা’নিয়েছে, গা’জা থেকে ছোড়া র’কে’টে ই’হুদি রা’ষ্ট্রটিতে ১২ জন নি’হ’ত হ’য়েছে, যার মধ্যে দুই শিশু র’য়েছে। এ ছাড়া এক ভারতীয় ও থাইল্যান্ডের দুই নাগরিকও প্রাণ হারি’য়েছেন।