চাঁদপুরে প্লা’স্টি’ক ডিম নিয়ে তোলপার, ম’হাখালী প্রেরণ

এতদিন লোকমুখে প্লা’স্টি’ক ডিম নিয়ে কথা শুনলেও এবার তার সাক্ষাৎ প্রমান মিলেছে। সম্প্রতি চাঁদপুরের হাজীগঞ্জে একটি দোকানে প্লা’স্টি’কের ডি’ম পাওয়া গেছে বলে দাবি করেছেন এক ক্রেতা। হাজীগঞ্জ স্বা’স্থ্য বিভাগের নিরাপদ খাদ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এদিকে, আ’লো’চিত ডিমগুলো উ’দ্ধা’র করা হয়েছে। এগুলো প্লা’স্টি’কের ডিম কি না তা নিশ্চিত হতে ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য পরী’ক্ষা’গারে পাঠানো হয়েছে।

অভিযোগ আনা ডিম ক্রেতা, হাজীগঞ্জ বাজারের শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন তালুকদার। তিনি জানান, গত বুধবার পৌর হকার্স মার্কেটের মাইশা স্টোর থেকে ২১টি ডিম কিনেন। রান্না করতে গেলে ডিমগুলো রাবারের মতো দেখা যায়। তখন তিনি ডিমগুলো মাইশা স্টোরে ফেরত দেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

ডিম বিক্রেতা মাইশা স্টোরের ইব্রাহিম খলিল বলেন, ‘আমি তো নিজে ডিম বানাই না! অন্যান্য পণ্যের মতোই ডিম কিনে এনে বিক্রি করি। আমি এগুলো শাহরাস্তির ওয়ারুক বাজার থেকে কিনেছি। গরমের কারণে ডিমগুলো হয়তো নষ্ট হতে পারে। কিন্তু এগুলো প্লা’স্টিকের কি না তা আমি জানি না।’

এ ব্যপারে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ‌্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ বলেন, ‘খবর পেয়ে আমি ওই দোকানে গিয়ে অভিযোগকারীর কাছ থেকে ৩টি ডিম উদ্ধার করেছি। এর মধ্যে একটি ডিম সিলগালা করে দোকানিকে দিয়ে আসি। বাকি দুইটি ডিম মহাখালী জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরীক্ষাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এগুলে আদ্য প্লা’স্টিক ডিম কিনা’

উল্লেখ্য, এরইমধ্যে ডিম কেনা নিয়ে নানা অনীহা তৈরি হয়েছে ক্রেতারের মধ্যে। তারসাথে বেশ খানিকটা আতঙ্কও বিরাজ করছে বাজারমুখি সাধারণ মানুষের মনে।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *