সাকিবের চড়কাণ্ডের নেপথ্যের আসল সত্য কী?

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের শেষ সময়ে আচমকা সামনে আসে সাকিব আল হাসানের চড়কাণ্ডের একটি ভিডিও। যেখানে দেখা যায়, সদ্য রাজনীতিতে নাম লেখানে সাকিব নেতাকর্মী এবং ভক্তদের ভিড়ের মাঝে আচমকাই এক ভক্তকে চড় দিয়ে বসেছেন।

রোববার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চড় মারার একটি ভিডিও। যেখানে দেখা গেছে, জনতার ভীড়ের মাঝে রয়েছেন সাকিব। তাকে ঘিরে থাকা জনতার মধ্যে একজন পেছন থেকে টেনে ধরেন। এরপরেই তার আচরণে ক্ষুব্ধ হয়ে চড় মেরে বসেন সাকিব।

ভাইরাল সেই ভিডিও গণমাধ্যমের সুবাদে ছড়িয়ে পড়ার খানিক পরেই শুরু হয় অন্য বিতর্ক। নতুন করে বলা হতে থাকে, চড়কাণ্ডের এই ভিডিও ভোটগ্রহণের বেশ আগে। বিগত ২ তারিখ ফরিদপুর থেকে মাগুরা আসার পথেই ঘটেছিল এমন কাণ্ড।

উল্লেখ্য, নির্বাচনের দিন ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটের মাঠেই ছিলেন সাকিব। এসময় তাকে ঘিরে উপস্থিত সাংবাদিকদের সংখ্যাও কম ছিল না। তেমনই একাধিক সাংবাদিক নিশ্চিত করেছেন, ঘটনাটি রোববারের বা নির্বাচনের দিনে নয়।

নির্বাচন উপলক্ষ্যে কর্মরত অন্তত দুজন সাংবাদিক নিশ্চিত করেছেন, বিগত ২ জানুয়ারি ফরিদপুর থেকে মাগুরা ফেরার পথেই এমন কাণ্ড ঘটান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। প্রতয়ক্ষদর্শী সেই সাংবাদিক জানান, সাকিবের নির্বাচনী এলাকাতেই এমন কাণ্ড ঘটেছিল।

About reviewbd

Check Also

মাত্র পাওয়া: ১২ কেজি এলপিজির দাম কমলো

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম কমেছে। নতুন করে সিলিন্ডার প্রতি ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *