স্বাগতম আজকের এর টিপস সেকশনে। এই সেকশনে দৈনন্দিন কাজ সহজ করে দেয় এমন অনেক টিপস সেয়ার করা হয়ে থাকে। আজও তেমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আসা করি ভালো লাগবে আপনাদের। বাসায় সোনার গহনা অনেক দিন রেখে দিলে, বা নিয়মিত ব্যবহার করলে দেখা যায় সোনার গহনা কিছুটা কালচে হয়ে যায়। তাই কিছু দিন পর পর সোনার দোকানে গিয়ে ওয়াস করিয়ে নিয়ে আসতে হয়।
আবার অনেকেই ডিটার্জেন্ট দিয়ে পরিস্কার করে থাকেন। তবে সাবান ব্যবহার করলে গহনার ময়লা পরিস্কার হলেও উজ্জ্বলতা কমে যায়। তাই আজ আপনাদের সাথে এমন একটি উপায় সেয়ার করবো যেটা দিয়ে সহজেই আপনার সোনার গহনা পরিস্কার করতে পারেন। আর এটা ব্যবহার করলে সোনা করবে আগের মতন চকচক। আসুন তাহলে দেরি না করে দেখে নেই কিভাবে পরিস্কার করবেন সোনার গহনা।
কোন মুদি বা মনিহারি দোকান থেকে রিঠা কিনুন। এই রিঠা হালকা আগুনে পোড়াতে হবে। এক সময় দেখা যাবে কস বের হচ্ছে। এই সময় ভালো করে পরিমান মত পানি দিয়া রিঠাটা কিছু সময় ভিজিয়ে রাখুন।তারপর এর মধে গহনা দিয়ে হলাকা গরম করে বিজিয়ে রাখতে হবে ১ ঘন্টা। তারপর ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা পরিস্কার করুন। দেখবেন গহনা একদম নতুনের মতন চকচক করছে। সূত্র: সম্পূর্ণা ২৪