বিজ্ঞানীরা বিশ্বাস করেন, সৌরজগৎ তৈরির বহু আগে এক সুপারনোভা ও নিউট্রন স্টারের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় সোনার উদ্ভব হয়েছিল।
নতুন খবর হচ্ছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে বিশাল এক সোনার খনি আবিষ্কৃত হয়েছে। পূর্বাঞ্চলীয় এ প্রদেশটিতে অবস্থিত এই খনিতে ২০ টন সোনা মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই সোনার দাম ১.২ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারন্ক এ তথ্য জানান। এছাড়া ওই একই অঞ্চলে ৩.৫ টন রুপা (যার মূল্য ২.৮ মিলিয়ন ডলার) আবিষ্কৃত হয়েছে। এই খনি আবিষ্কার প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের দেশের অর্থনীতি ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।