৩ রক্ষিতা নিয়ে লুকিয়ে ছিলেন নাসির!

চিত্রনায়িকা পরীমণিকে ধ.র্ষ-ণ ও হ-ত্যা-চে-ষ্টা মা-ম-লার আ’সা’মি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ গ্রে’ফতার এ’ড়াতে এ নায়িকার ‘বন্ধু’ অ’মির বাসায় লু’কিয়ে ছিলেন। এসময় তার সঙ্গে ৩ নারীকে পাওয়া গেছে। যাদেরকে নাসিরের ‘র’ক্ষি’তা’ বলছেন পুলিশ। সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডস্থ বাসাটি থেকে নাসিরসহ মোট পাঁচজনকে গ্রে’ফ’তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রে’ফ’তারের পর গণমাধ্যমকে এসব তথ্য দেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। নাসিরের সঙ্গে গ্রে’ফ’তার অল্প’বয়সী তিন নারীর মধ্যে অমির গার্লফ্রেন্ড স্নিগ্ধা ও নাসিরের সঙ্গী লিপি ও সুমি রয়েছেন। নাসিরের গ্রে’ফ’তা’রের বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘অমির বাসা থেকে গ্রে’ফ’তার হয়েছেন নাসির।

প’রীমণির সংবাদ সম্মেলনের পর থেকে নাসির তার তিন র’ক্ষি’তা’কে নিয়ে এ বাসায় লুকিয়ে ছিলেন। ওই বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বি’দেশি ম’দ-বি’য়া’র ও এক হাজার পিস ই’য়া’বা উ’দ্ধার করেছে পুলিশ। মা’দ’ক রাখার অ’ভিযোগে ওই তিন জনকেও আমরা গ্রে’ফ’তার করে’ছি। তাদের কাজই ম’দে’র ব্য’বসা করা। তাদের মধ্যে একজন হচ্ছেন নাসির।

তিনি এই কাজই করেন। তিনি বিভিন্ন ছোট ছোট মেয়েকে র’ক্ষি’তা রাখেন। আমরা এখনও তদন্ত করছি।’ পুলিশ সূত্রে জানা গেছে, অমির ওই বাসায় প্রতিদিন ডিজে পার্টির আয়োজন করতেন নাসির। উঠতি বয়সী তরুণীদের দিয়ে অ’নৈতি’ক কা’র্যকলাপ করানো হতো। বাড়িটিতে যাতায়াত ছিল অনেকের।

নাসিরের বি’রুদ্ধে আগেও মা’দ’ক ও নারী নি’র্যা’ত’নের মা’ম’লা হয়েছে বলে তথ্য দিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। বলেন, ‘মা’দ’ক ও নারী নি’র্যা’ত’নসহ নানা অভি’যোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহি’ষ্কার করা হয়েছে বলে জেনেছি। কেউ তার বি’রুদ্ধে অভিযোগ করলে আমরা সেগুলোর তদন্ত করব।’

নাসিরের বিষয়ে এসব জানা সত্ত্বেও পরীম’নির স্ট্যাটাসের পর পর অ’ভিযানে যাওয়া হয়নি কেন প্রশ্নে ডিবির এই কর্মকর্তা বলেন, এই ঘটনা নিয়ে রোববার রাতে সংবাদ সম্মেলন করেন প’রীমনি। সংবাদ সম্মেলনের পরপরই আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছিলাম, তবে যেহেতু রাতে মা’ম’লা হয়নি, তাই আমরা অ্যা’ক’শনে যাইনি। সাভার থা’নায় মা’ম’লার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা অভিযান চালিয়ে নাসিরকে গ্রে’ফ’তার করি।

এর আগে কারও নাম উল্লেখ না করে তাকে ধ.র্ষ-ণ ও হ-ত্যা চে-ষ্টা-র অভি’যোগে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে তার কাছে বিচার চান। এর পরের দিন রোববার তিনি বনানীর নিজ

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *