রাজধানীর মগবাজারে বিকট শব্দে একটি বিস্ফোরণের সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেছে। বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩টি ইউনিট কাজ করছে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।’
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম জাগো নিউজকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি।’