ব্রাজিলের মাটিতে কখনোই হারের স্বাদ পায়নি নেইমার

বর্তমান সময়ে ব্রাজিলের সবথেকে আস্থার নাম নেইমার জুনিয়র। জাতীয় দলের আবির্ভাবের পর থেকে নানা সময়ে ইনজুরিতে কাটালেও দলের হয়ে অপরিহার্য নাম নেইমার। নেইমার দলে থাকা মানেই ব্রাজিলের বাড়তি শক্তি।

ব্রাজিলের জার্সিতে ২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক হয় নেইমারের। ২০১০ সালে অভিষেকের পর থেকেই নিয়মিত জাদুময় পারফরম্যান্স উপহার দিচ্ছেন নেইমার জুনিয়র। ২০১০ থেকে ২০২১ এই ১১ বছরের ব্রাজিলের হয়ে ১০৮ ম্যাচ খেলেছেন নেইমার। আর গোল করেছেন ৬৮টি।

তবে মজার বা অবাক করা বিষয় হলো, ব্রাজিলের মাটিতে নেইমারের খেলা কোন ম্যাচে হারেনি ব্রাজিল। নেইমার তার ১০৮ ম্যাচের ৩৭টি ম্যাচ খেলেছেন নিজ দেশের মাটিতে। আর ৩৭ ম্যাচের কোনো ম্যাচেই হারেনি ব্রাজিল।

এই ম্যাচগুলোতে ব্রাজিলের জয় ৩১টি এবং বাকি ৬ টি হয়েছে ড্র। বরাবরের মতো ব্রাজিলের মাঠেও নেইমারের পরিসংখ্যানটা দুর্দান্ত, ৩৭ ম্যাচে নেইমার জুনিয়র গোল করেছে ২৩ টি এবং এসিস্ট করেছেন ২৩ টি। – গোল ডট কম

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *