সুখবর : সকল শিক্ষার্থীরা একটি করে সাইকেল পাবে

মেয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সাইকেল দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার (২৭ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এই সুপারিশ করা হয়। এছাড়া মেয়েদের সচেতনতা

কমিটি শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে। এছাড়া কমিটি বিগত ২২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে।একইসঙ্গে ২২তম বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে অংশগ্রহণ করেন কমিটির সদস্য মো. আব্দুল আজিজ, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ।

বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক,জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *