চিকিৎসা করাতে গ্রাম থেকে ছেলে ও ননদকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম শহরে এসেছিলেন তাসলিমা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই ঘটে যায় দুর্ঘটনা। এতে নিজে ও দশ বছরের ছেলে ইরফান বেঁচে গেলেও প্রাণ হারান ননদ খাদিজা এবং অটোরিকশাচালক সুলতান। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মেয়র গলির চশমা খালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চশমা খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ঘরের সিঁড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে খালে পড়ে যায় অটোরিকশাটি। এতে চালক ও যাত্রীসহ চারজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খালের পাশে প্রতিরক্ষা দেয়াল থাকলে এমন দুর্ঘটনা ঘটতো না বলে দাবি করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।