গভীর রাতে মাওয়া গিয়ে ধাওয়া খেলেন মিথিলা

গভীর রাত। মাওয়া-আ‌রিচা মহাসড়কে ঘুরতে বের হন অভি‌নেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কিন্তু খুব বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি তিনি। কিছু বখাটে ও ছিনতাইকারীর কবলে পড়ে ধাওয়া খান তিনি।

তবে ভাগ্যক্রমে এগি‌য়ে যান অভি‌নেতা ইরেশ জাকের। তার সাহায্যে এগিয়ে আসেন তি‌নি। সেখানে নানা ঘটনা ঘটে। তারপর যা ঘট‌লো তা দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনটিভি আয়োজনে প্রচার হবে ‘মিডনাইট সান’ শিরোনামে একটি একক নাটক। এটি সেই নাটকের গল্পের একাংশ।

ফরহাদ হোসেনের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ইরেশ যাকের। এরই মধ্যে দুই রাত মাওয়া-আরিচা মহাসড়কে তিন দিনে নাটকটির শুট সম্পন্ন হয়েছে।

পরিচালক আরিফ এ আহনাফ ব‌লেন, ‘আমি বলব না ভিন্নধর্মী কোনো গল্প, নাটকটি মিষ্টি প্রেমের সরল এক রাতের গল্প। যেখানে দেখা যাবে মিথিলা রাতে হুট করে বিপদে পড়েন। নাটকের মাধ্যমে দর্শককে একটি বার্তা দেওয়া হবে, যেটি জীবনের নিরাপত্তা, বিশ্বাস ও সম্মানের সঙ্গে যুক্ত।

রাফিয়াথ রশিদ মিথিলা ও ইরেশ যাকের ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শাকিল রাজ, এহেসানুল হক, সুহাসিনী, সুমাইয়া অনন্যা প্রমুখ।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *