রোম্যান্টিক পরিবেশ কাছাকাছি দু’জনে আসা মানেই, আরও একটু বেশি গেলে ক্ষতি কী! ক্ষতি কিছুই নয়৷ অন্তত সামাজিক ট্যাবুকে আজকের শিক্ষিত প্রগতিশীল সমাজ জায়গা দেয় না৷ কিন্তু এত আলোর মধ্যেও কোথাও অন্ধকার বাসা বেঁধে থাকে৷ আর তাই কিছু কিছু প্রশ্ন এড়িয়ে যাই আমরা৷ তাতে হয়তো গোড়াতেই খারাপ কিছু হয় না৷
যৌনতার আনন্দে প্রাথমিকভাবে সব ধুয়ে মুছে যায়৷ কিন্তু সত্যিই সব শেষ হয়ে যায় না৷ কেননা যেহেতু দুটো শরীর এর মধ্যে জড়িয়ে আছে, তাই কিছু জিনিস থেকেই যায়৷ যা পরবর্তীকালে মারাত্মক আকার নিতে পারে৷ তাই স”ঙ্গী যতই ভাল মানুষ হোক, সঙ্গমে রত হওয়ার আগে অপ্রিয় কিছু প্রশ্ন করে ফেলাই ভাল৷
কী কী সেই প্রশ্ন?
আগে অন্য কোনও সঙ্গীর সঙ্গে সঙ্গমে রত হয়েছ কিনা?
অনেকেই এ প্রশ্নটি স”ঙ্গী’কে করে উঠতে পারেন না৷ সম্পর্ক ভাঙার ভয়, বা আ’নন্দের মু’হূ’র্ত পণ্ড হওয়ার ভয়েই এড়িয়ে যান অনেকে৷ কিন্তু এ প্রশ্ন না করলেই বরং সবকিছু পণ্ড হয়ে যেতে পারে৷ কেউ আগে অন্য কারও সঙ্গে স”ঙ্গ”মে রত হলেই যে বর্তমান সম্পর্ক কেঁচে যাবে এমনটা নয়৷ সঙ্গীর চরিত্র নিয়েও প্রশ্ন নাই-ই উঠতে পারে৷
কিন্তু যৌ”ন সংক্রমণ যে ছড়াতে পারে এ কথা অস্বীকার করার কোনও জায়গাই নেই৷ এমন অনেক যৌ”ন অসুখ আছে যা এক স”ঙ্গী’র দেহ থেকে অন্যের শরীরে গিয়ে বাসা বাঁধে৷ পরবর্তীকালে সঙ্গমের মুহূর্তে তা সঞ্চারিত হয়৷ তাই এই প্রশ্নটা করে নেওয়ার অর্থ, কতটা সাবধানতা অবলম্বন করতে হবে তা ঠিক করে নেওয়া৷
কবে এ”সটিডি টেস্ট করিয়েছে সঙ্গী?
এসটিডি হল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ৷ স”ঙ্গী’র সঙ্গে স”ঙ্গ”মে রত হওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করুন এই পরীক্ষা তিনি করিয়েছেন কিনা৷ যদি করিয়ে থাকেন, এবং পরীক্ষায় যদি পজিটিভ ফলাফল আসে তাহলে অন্তত আপনি সতর্ক হয়ে যেতে পারবেন৷
প্রটেকশন নেওয়া বা সঙ্গম না করা আপনার পছন্দের বিষয় হয়ে উঠবে৷ কিংবা ফলাফল না হলে তো কোনও সমস্যাই নেই৷ সেক্ষেত্রে অনেক খোলা মনে যৌ”ন”তা উপভোগ করতে পারবেন৷ কিন্তু এই প্রশ্ন না করা মানে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়াও হতে পারে৷
ক”ন্ডো”ম ব্যবহারে নারাজ কিনা?
স”ঙ্গী এর আগে অন্য কারও সঙ্গে স”ঙ্গ”মে রত হতে পারেন৷ কিংবা এসটিডি-র পরীক্ষা তিনি নাও করিয়ে থাকতে পারেন৷ কিন্তু কন্ডোমের সাহায্যে অনেকটাই যৌ”ন সংক্রমণ রুখে দেওয়া যায়৷ তাই কন্ডোম ব্যবহারে সঙ্গী রাজি কিনা, তা আগেভাগে জেনে নেওয়াই ভাল৷ উত্তর অনুযায়ী সঙ্গমের সিদ্ধান্ত নেওয়া অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়৷
কী ধরনের যৌ”ন”তা পছন্দ করেন?
যৌ”ন”তার ক্ষেত্রে প্রত্যেকের পছন্দ আলাদা হয়৷ তাই দুজনের মনের মিল হওয়া মানেই কিন্তু যৌ”নতা”র পছন্দ এক হবে এরকমটা ভাবার কোনও কারণ নেই৷ দুজনের পছন্দের হেরফের হওয়ায় যৌ”নতা”র আনন্দটাই মাটি হয়ে যায়৷
পর্ন দেখার অভ্যাস আছে কিনা, বিডিএসম পছন্দ করেন কিনা ইত্যাদি তথ্যগুলো জেনে নেওয়ার অর্থ, স”ঙ্গী”র যৌ”নতা”র ধারণা আপনার কাছে অনেক স্বচ্ছ হয়ে যাওয়া৷ এতে জটিলতা বাড়ে না, বরং কমে৷ তাই কিছু প্রশ্ন অপ্রিয় হলেও আগেভাগে করে নেওয়াই ভাল৷