মাত্র সাত দিনেই পান সুন্দর গ্লোয়িং হেলদি স্কিন!

আপনাদের জন্য আজ এনেছি একটা সেভেন ডে চ্যালেঞ্জ। সাত দিনের মধ্যে আপনার ত্বক চকচকে আর ভি’তর থেকে হেলদি হয়ে উঠবে। আর স্কিন একটু বেশি খা’রাপ হলে সাতদিনের বদলে দশ দিনে হবে। কিন্তু আজকে বলা পদ্ধতি সাত দিন নিয়ম করে মেনে চললে ঝলমলে গ্লোয়িং স্কিন পেতে আপনি বাধ্য।

১. সকালে মুখ প’রিষ্কার: সকালে ঘুম থেকে উঠে আগে মুখ প’রিষ্কার ক’রতে হবে। সাবান দিয়ে নয়, ভাল কোনও ফেস ওয়াশ দিয়ে ক’রতে হবে। স্ক্রাব কিন্তু করবেন না কোনও স্ক্রাবার দিয়ে। এর পর একটা টোনার ব্যবহার ক’রতে হবে।

উপকরণঃ ৩ চামচ অ্যালোভেরা জে’ল, ৩ ফোঁটা পাতিলেবুর রস

পদ্ধতিঃ দুটি উপকরণ ভাল করে মিশিয়ে মুখে লা’গাতে হবে। এই মি’শ্রণ ধুয়ে নেওয়ার দরকার নেই। মুখ টেনে নেবে। কিন্তু এই মি’শ্রণ ব্যবহার করার পর আপনাকে লেবু-মধুর জল খেতে হবে। হাল্কা গরম জলে পাতিলেবুর রস আর হাফ চামচ মধু মিশিয়ে খেয়ে নিন খালি পে’টে। এতে টক্সিন দূ’র হবে শ’রীর থেকে।

২. ফেস আর লিপ মাস্ক: এটা ক’রতে হবে দুপুরে। এবার একটা কা’র্যকরী মাস্ক ব্যবহার ক’রতে হবে। ঠোঁট অনেকের নানা কারণে কালো হয়ে যায়। এতে ঠোঁটের সাধারণ উজ্জ্বলতাও ফি’রে আসবে। প্রথমে দেখব মুখের মাস্ক।

উপকরণঃ ২ চামচ আটা, মেশানোর জন্য কাঁচা দুধ

পদ্ধতিঃ পাত্রে আটা নিন। একটা মোটামুটি ঘন পেস্ট বানানোর জন্য যতখানি দুধ লাগে নিন আর ভাল করে মিশিয়ে নিন। তারপর এই মি’শ্রণ মুখে মেখে নিন। ব্রাশ দিয়ে লা’গাবেন না, হাত ব্যবহার করাই ভাল। আর মুখে ব্রণ থাকলে সেই জায়গায় লা’গাবেন না। রেখে দিন ২০ মিনিট মতো। তারপর প’রিষ্কার জল হাতে নিয়ে মুখ ধুয়ে নিন।

ঠোঁটের জন্য: উপকরণঃ ১ চামচ হলুদ গুঁড়ো, কাঁচা দুধ

পদ্ধতিঃ একটা বাটিতে হলুদ গুঁড়ো নিন। একটা খুব ঘন পেস্ট বানাতে যতটা লাগে কাঁচা দুধ ততটা নিন আর মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে ঠোঁটে লা’গিয়ে নিন। শুকিয়ে যেতে দিন। তোলার সময় ব্রাশ ব্যবহার করুন। ব্রাশ দিয়ে ঘষে ঘষে হাল্কা করে তুলে নিন।

৩. এবার রাতের যত্ন: রাতে শুতে যাওয়ার আগে এটি অবশ্যই করবেন। এতেই আপনাদের আ’সল উজ্জ্বলতা আসবে।

উপকরণঃ ২ চামচ নারকেল তেল, ২ ফোঁটা পাতিলেবুর রস, গরম জলে ভেজানো তোয়ালে

পদ্ধতিঃ হাতে নারকেল তেল আর লেবুর রস নিয়ে ভাল করে হাতের চেটোর মধ্যে ম্যাসাজ করে নিন। হাতে নারকেল তেল আর লেবুর রস নিয়ে ভাল করে হাতের চেটোর মধ্যে ম্যাসাজ করে নিন। এতে খানিক গরম হবে তেল। এবার তেল মুখে ওপরের দিকে করে ম্যাসাজ ক’রতে ক’রতে লা’গান। হাল্কা হাতে এক মিনিট ম্যাসাজ করুন। ব্রণ থাকলে সেই জায়গায় লা’গাবেন না।

সেখানে বরং অল্প রসুন থেঁতো করে রস লা’গাতে পারেন। এবার একটা গরম তোয়ালে ভাল করে চিপে মুখে ঢাকা দিয়ে রেখে দিন ৫ মিনিটের জন্য। তারপর তোয়ালের যে দিকটা ওপরের দিকে ছিল, মানে যেখানে তেল লে’গে নেই, সেই জায়গা দিয়ে হাল্কা হাতে মুছে নিন মুখ। এতে অতিরি’ক্ত তেল উঠে আসবে। এরপর হাল্কা গরম জল খেতে শুয়ে পড়তে হবে।

About reviewbd

Check Also

নারীদের এই ৩টি ভুলে সম্পর্কে ভাঙন ধরতে পারে

প্রেমের জোয়ারে ভাসার সময়ে মনে হয় যেন এই প্রেম চিরন্তন। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও প্রেমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *