মা;দ;ক মামলায় রিমান্ড শেষে অভিনেত্রী পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।
এর আগে পরীমনির জামিন আবেদনের শুনানিতে আবেদনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, দেশে তো আরো নায়িকা আছে, তাদের বাসায় তো আর মদ পাওয়া যায়নি। তাদের তো পুলিশ গ্রেপ্তারও করেনি। পরীমনির বাসায় ম;দ থাকার কারণেই তাকে কেন গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি আরো বলেন, পরীমনিকে যখন গ্রেপ্তার করতে যায় তখন তিনি ৩০ মিনিট পর্যন্ত দরজা খোলেননি। এ সময় তার বাসায় থাকা ম;দে;র বোতল থেকে ম;দ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতে ম;দ ছিল।
জামিন আবেদনের বিরোধিতা করে আবদুল্লাহ আবু বলেন, অভিনেত্রী ও সাধারণ মানুষ আইনের চোখে সকলেই সমান। তার বাসায় ম;দ পাওয়া গেছে। আমরা চাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেল ৪ টার দিকে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ ম;দ, ম;দে;র বোতলসহ অন্যান্য মা;দ;কদ্রব্য জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। এই ঘটনায় র্যাব তাদের বিরুদ্ধে বনানী থানায় পৃথক ৩টি মামলা দায়ের করে।