স”ঙ্গ”মের সময় যুবকের আকস্মিক মৃ”ত্যুর ঘটনায় চাঞ্চল্য

যৌ”ন স”ঙ্গ”মে;র সময় এক যুবকের আকস্মিক মৃ”ত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ে। চলতি বছরের জানুয়ারিতে ঘটেছিল এই ঘটনা। এক যৌ”ন; কর্মীর সঙ্গে স”ঙ্গ”মের সময় আকস্মিক মৃ”ত্যু হয় চার্লস মাজাওয়া নামের ৩৫ বছর বয়সী ওই যুবকের।

তবে যৌ”ন”তা;র সময় এভাবে মৃ”ত্যুর কারণ হিসেবে উঠে এসেছে এক অদ্ভুত রিপোর্ট। চিকিৎসকরা জানিয়েছেন যে, চরম সঙ্গম সুখের কারণেই মৃ”ত্যু হয়েছিল তার। দে”হের ময়নাতদন্তে এই কারণই স্পষ্ট হয়েছে। এমনকী তার মৃ”ত্যুর পর, প্রাথমিকভাবে যে যৌ”ন কর্মীর সঙ্গে তিনি ছিলেন, তিনিও এমন ইঙ্গিত দেন তার পরিচিতদের।

তবে কেন এমন ভাবে মৃ”ত্যু হল? মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে যে, চুড়ান্ত যৌ;ন; সুখের সময় এতটাই উ;ত্তে;জি;ত হয়ে পড়েন ওই ব্যক্তি যে তার মস্তিষ্কের রক্তনালীর উপর চাপ পড়ে এবং তা ছিঁ;ড়ে যায়! ফল, মৃ”ত্যু।

সেই সময় যে নারীর সঙ্গে তিনি যৌ”ন”তায় লি;প্ত ছিলেন, তার এতে কোনো দোষ নেই। ফলে কোনোভাবেই চার্লসের মৃ”ত্যুর জন্য তিনি দায়ী হবেন না। তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হবে না।

যদিও সঠিক এবং স্বাভাবিক যৌ”ন জীবন, সাধারণভাবে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বহু গবেষণা সেই ইঙ্গিতই দেয়। হার্ট অ্যাটাকের পরও যাদের সে”ক্স লাইফ খুব সক্রিয় থাকে, তারাও তাড়াতাড়ি স্বাভাবিক জীবন যাপনে সক্ষম হয়। বেশি দিন বাঁচেনও তারা। এমনই তথ্য সামনে এনেছে বহু মেডিক্যাল রিপোর্ট। তবে চার্লসের ঘটনা ব্যতিক্রমী এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সূত্র: ইন্ডিয়া টাইমস

About reviewbd

Check Also

বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কলকাতাবাসী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার থেকে কলকাতার বাজারে আসতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ইলিশ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *