করোনার টিকা নেয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটেছে। টিকা নেয়ার পর শ্রমিকরা অসুস্থ হয়ে গেলে কারখানাটিতে টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে তাদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ১০টা মৌচাক এলাকায় সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন কারখানায় শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেয়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

মনস্তাত্ত্বিক কোনো কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে থমিকভাবে ধারণা করছেন গাজীপুরের সিভিল সার্জন। অসুস্থ শ্রমিকরা জানান, টিকা নেওয়ার ঘণ্টা খানেক পর তারা অসুস্থবোধ করেন। এরপর তারা অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বুঝতে পারেন তারা হাসপাতালের বেডে রয়েছেন।

সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে শ্রমিকেরা অসুস্থ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন ডা: খাইরুজ্জামান জানান, তারা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করবো।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *