শেরপুরের নকলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়, কঙ্কালসার ও মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৫০ বছর।
রোববার রাত ৯টার দিকে নকলা শহরের জোড়া ব্রিজের কাছে একটি দো’তলা ফাঁকা বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। সোমবার সকাল পর্যন্ত ওই নারীর পরিচয় সংশ্লিষ্ট আর কোনো তথ্য পাওয়া যায়নি।
একাধিক সূত্র জানায়, রাতে আশপাশের লোকজন ফাঁকা বাড়িতে জীবিত কোনোকিছুর উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালনকে জানায়। পরে নকলা থানার এসআই চন্দন পাল ও কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে কঙ্কালসার ওই নারীকে উদ্ধার করেন। ওই সময় উৎসুক মানুষের ভিড় জমে।
আরো জানা গেছে, উদ্ধারের সময়ে ওই নারীর দেহ থেকে উৎকট গন্ধ ছড়াচ্ছিল এবং তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন। তিনি কতদিন যাবত ওই ফাঁকা বাড়িতে অবস্থান করছিলেন তা কেউ জানাতে পারেনি। পরে তাকে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এগিয়ে আসেন মানবিক সেবিকা হিসেবে খ্যাত হাসি বেগম।
বিবস্ত্র ওই নারীকে নিজের বাসা থেকে কাপড় এনে পরিয়ে দেন এবং নিজের রান্না করা খাবার মুখে তুলে দেন। অল্প সময়ের সেবা যত্নে কঙ্কালসার ওই নারী কিছুটা সুস্থ হন।
স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট আবু কাউছার বিদ্যুৎ বলেন, উদ্ধার হওয়ার সময় মানসিক ভারসাম্যহীন ওই নারী বস্ত্রহীন অবস্থায় ছিলেন। তার দেহ ধুলোবালিতে মাখা ছিল। বর্তমানে তিনি ভালো আছেন।