পাঁচ শিক্ষিকার নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগে এনেছে আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি ফাঁকা ক্লাসরুমে ভারতীয় সিনেমার একটি জনপ্রিয় গানের তালে শিক্ষিকারা নাচছেন। গত বৃহস্পতিবার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ ঘটনার তদন্ত শুরু করে বিষয়টির সত্যতা পায়। এবং গত শনিবার তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে।
প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হয়। চারজন শিক্ষক এর জবাব দিলেও একজন শিক্ষিকার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে অভিযুক্ত শিক্ষিকারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
আরো পড়ুন
এইবার রানু মণ্ডলের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’!
সম্প্রতি নেটপাড়ায় ঝড় তুলেছে শ্রীলঙ্কার জনপ্রিয় প্রেমের গান ‘মানিকে মাগে হিথে’। সিংহলী ভাষায় ইওহানি ডি’সিলভার কণ্ঠে সেই গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ভাষা ও সংস্কৃতির দূরত্ব ভেঙে সবার মুখে মুখেই ভেসে বেড়াচ্ছে গানটি। শেয়ারও হয়েছে প্রচুর। ভাইরাল হওয়া এই গানটি ভারত ও বাংলাদেশেও বেশ চর্চিত।
তারকা থেকে সাধারণ মানুষ- সকলেই সেই গানে গলা মিলিয়েছেন। এমনকি এই গানটি শোনা গেছে সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলমের কণ্ঠেও।
যেখানে ইওহানি ডি’সিলভার গাওয়া জনপ্রিয় সিংহলী গানে মেতেছে গোটা বিশ্ব। সেখানে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ রানু মণ্ডলই বা বাকি থাকবেন কেন! এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন রানু মণ্ডল।
এই নিয়ে রানুর কণ্ঠে আবারো ভাইরাল ‘মানিকে মাগে হিথে’ গান। এক ইউটিউবার রানুর এই গানের ভিডিও পোস্ট করেছেন নিজের চ্যানেলে
ভিডিওতে দেখা যায়, লাল রঙের টি-শার্ট পরেছেন রানু। চিরাচরিত শাড়ি বা নাইটি আর গায়ে নেই। অনেকেরই মত, সুর ঠিক আছে। উচ্চারণে সমস্যা থাকলেও সুরে সেরকম কমতি নেই! তো কেউ কেউ দাবি, এত সুন্দর গানটাই নষ্ট হয়ে গেল!
রানু মণ্ডলের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ গানটি:-
ইতোমধ্যেই ইউটিউবে রানুর সেই নতুন ভিডিও দেখেছেন প্রায় ৬৩ হাজার মানুষ। দেখা যাচ্ছে, বেশ আনন্দ নিয়েই গানটি গাইছেন রানু। খোলা চুল কাঁধের দু’পাশ দিয়ে সামনে ফেলা। গান শেষ হলে ওই ইউটিউবার রানুর তারিফও করেন। যা শুনে একগাল হেসে লজ্জা পেতে দেখা যায় রানুকে।
২০১৯ সালে রাণাঘাট স্টেশনে প্রথম ভাইরাল হয়েছিল রানু। পথ চলতি এক ইঞ্জিনিয়ার রানুর গান রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যা নিমেষে ভাইরাল হয়। লতা-কণ্ঠী রানুর প্রশংসায় পঞ্চমুখ হয় সকলেই। এরপর রানুর ডাক পরে এক রিয়েলিটি শো-তে। তারপর সেখানেই তিনি নজরে আসেন হিমেশ রেশামিয়ার।
হিমেশের সঙ্গে ‘হ্যারি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে ‘তেরি মেরি কাহানি’ গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন তিনি। নানা অনুষ্ঠানে গান গাওয়ার ডাক আসতে লাগল। তবে অল্প সময়ের মধ্যে যেমন জনপ্রিয়তার শিখরে পৌঁছে ছিলেন, ঠিক তেমনই অল্প সময়ের মধ্যেই নিজের ব্যবহারের কারণেই লোকচক্ষু বিষ হয়ে উঠেছেন তিনি। খ্যাতির বিড়ম্বনায় কিছু বছরের মধ্যেই ফের রানাঘাটে রানু।
সূএঃডেইলি বাংলাদেশ