ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে রক্ষা করল স্কুলছাত্র

‘মানুষ মানুষের জন্যে। জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি।মানুষ পেতে পারে না; ও বন্ধু’। গানের কথাগুলি কবে বাস্তবে রূপান্তরিত হবে সেই আশায় বুক বাঁধে হাজারো মানুষ।

নতুন খবর হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রের কারণে ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পেয়েছেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার সকালে আখাউড়া বাইপাস রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বস্তা মাথায় নিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে একটি ট্রেন আসছিল। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে ওই বৃদ্ধকে রক্ষা করতে দৌড়ে যায় কেফায়েত উল্লাহ নামে এক স্কুলছাত্র। এর পর ট্রেনে কাটা পড়ার ঠিক কয়েক সেকেন্ড আগে ওই বৃদ্ধকে রেললাইন থেকে সরিয়ে আনে সে।

কেফায়েত উল্লাহ আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মোজালক মিয়ার ছেলে। দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দেবে।

কেফায়েত উল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বন্ধুদের সঙ্গে সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে জালালী ফুটবল একাডেমিতে যাচ্ছিল। এ সময় ট্রেন আসার কারণে সিগন্যালে তাদের অটোরিকশা অপেক্ষা করছিল। এ সময় সে দেখতে পায়, একজন বৃদ্ধ রেললাইন দিয়ে হেঁটে ট্রেনের সামনে যাচ্ছিল। তার কাঁধে একটি বস্তা। এ পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটিকে সরিয়ে দেয় সে।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *