বিমান থেকে মনুষ্যবর্জ্য পড়ল ব্যক্তির মাথায়

বিমান থেকে মনুষ্যবর্জ্য পড়েছে এক ব্যক্তির মাথায়। ওই ব্যক্তি তখন তার বাগানে কাজ করছিলেন। শুধু ওই ব্যক্তিই নয়, তার পুরো বাগানেই এই ‘অযাচিত’ আবর্জনায় ভরে যায় বলে বৃহস্পতিবার একটি আন্তর্জানিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি যুক্তরাজ্যের উইন্ডসর শহরে এই ঘটনা ঘটে। তবে সম্প্রতি স্থানীয় কাউন্সিলর কারেন ডেভিস উইন্ডসর এবং মেডেনহেডের অ্যাভিয়েশন ফোরামে বিষয়টি উত্থাপন করলে তা শিরোনামে আসে।

কারেন বলেন, উড়ে যাওয়া বিমান থেকে ফেলা মনুষ্যবর্জ্য ওই ব্যক্তির পুরো বাগান, বাগানের ছাতা, এমনকি উনার শরীরেও লেগে যায়।

বিবিসিকে কারেন বলেন, আমি জানি বিমান থেকে প্রতিবছর হিমায়িত মনুষ্যবর্জ্য ফেলার ঘটনা ঘটে। কিন্তু এই মনুষ্যবর্জ্য মোটেও হিমায়িত ছিল না। ওই ব্যক্তির পুরো বাগান একদম অপ্রীতিকরভাবে মনুষ্যবর্জ্যে মাখামাখি হয়ে যায়।

ওই ব্যক্তি তার বাগান থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফেরেন বলেও জানিয়েছেন কারেন। বিমানে সাধারণ বিশেষ ট্যাংকে মনুষ্যবর্জ্য সংগ্রহ করা হয় এবং বিমান অবতরণের পর সেগুলো অপসারণ করা হয়।

অনেক সময় হিমায়িত করেও উড়ন্ত বিমান থেকে মানুষ্য বর্জ্য অপসারণ করা হয়। তবে গরম আবহাওয়ার কারণে হিমায়িত না হয়েই ওই ব্যক্তির ওপর মানুষ্য বর্জ্য পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর জন বাউডেন। এই রকম ঘটনা কোটিতে একবার ঘটে বলেও জানিয়েছেন তিনি।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *