শেষ মুহূর্তে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

৪ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শেষ সময়ে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীসহ সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। পূর্ণিমা আর কয়েক দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে জলসীমায় ইলিশের পরিমাণও বেড়ে গেছে বলে মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা।

আশ্বিনের শুরু থেকেই জেলেদের জালে ধরা পড়তে শুরু করছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে ইলিশের পরিমাণ। ইলিশ ধরা পড়ায় মৎস্য ঘাটগুলো সরগরম হয়ে উঠেছে। আর বিভিন্ন সাইজের ইলিশে সয়লাব ঘাটগুলো।

জেলেরা আড়তে ইলিশ বিক্রি করে পুনরায় ছুটছেন নদীতে। যেন দম ফেলারও সুযোগ নেই। সব মিলিয়ে কর্মব্যস্ত সময় পার করছেন জেলেরা। জেলেদের ইলিশ চলে যাচ্ছে ঢাকা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়।

তবে ভারতে রফতানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের দাম চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর মৌসুম বিলম্বিত হওয়ায় আগামী ৪ অক্টোবর থেকে শুরু মা ইলিশ রক্ষা অভিযানের খবরে শংকিত জেলেরা।

কথা হয় তজুমউদ্দিনে মেঘনার তীরবর্তী শশীগঞ্জ স্লুইসগেট এলাকার জেলে আলমগীর মাঝির সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম দিকে নদীত ইলিশ না পাইলেও এহন বেমালা (প্রচুর) ইলিশ ওডে। তয় ১০টা ইলিশ ওটলে ৭টার পেডে ডিম পাওয়া যায়। সব মাছের পেডে ডিম হয় নাই। এহন খালি খালি অভিযান দিছে আরও ৫ দিন পরে দিলে ভালো হইতো।’

ভোলা সদর উপজেলার চডার মাথা মাছঘাটের শফিজল মাঝির সঙ্গে কথা হলে তিনি বলেন, গাঙে এহন মাছ পড়ে আমরা ধারদেনা দিমু। এইয়ার মধ্যে অভিযান দিছে। এই অভিযানের ২২ দিন সরকার এনজিও কিস্তি বন্ধ রাখলে আমাগো লইগা ভালো ওয়।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *