বিশ্বের প্রথম ‘ইউনিসে”ক্স ক”নড”ম’ তৈরি করল মালয়েশিয়া

বিশ্বের প্রথম ইউনিসে”ক্স ক”নড”ম (নারী ও পুরুষ ‍উভয়ের ব্যবহারযোগ্য) তৈরি করেছেন মালয়েশিয়ার টুইন ক্যাটালিস্ট মেডিক্যাল ফার্মের একজন স্ত্রী”রোগ বিশেষজ্ঞ। মেডিক্যাল ড্রেসিংয়ের কাজে ব্যবহৃত উপাদান দিয়ে এ কনডম তৈরি করা হয়েছে।

ওয়ান্ডালিফ নামের এই ইউনিসেক্স ক”নড”ম মানুষকে তাদের জন্ম নিয়ন্ত্রণ ও যৌ”ন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন জন ট্যাং ইং চিন নামের ওই উদ্ভাবক। তিনি জানান, এটি সাধারণ ক”নড”মের মতোই, সঙ্গে শুধু একটা আঠালো আবরণ আছে।

এতে যে আঠালো আবরণটা আছে, যা ভ্যা”জাইনা বা পে”নি”সের সঙ্গে লেগে থাকে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ওই অংশ পুরোপুরি ঢেকে রাখে। তিনি বলেন, আঠালো অংশটির শুধু একপাশ ব্যবহার করা হয়, যার মাধ্যমে ছেলে বা পুরুষ উভয়ই এটা ব্যবহার করতে পারবে।

ওয়ান্ডালিফের প্রতিটি প্যাকেটে দুটি করে ক”নড”ম থাকবে এবং মালয়েশিয়ান মুদ্রায় এর দাম নির্ধারণ করা হয়েছে আরএম-১৪.৯৯ রিঙ্গিত।

ড. ট্যাং পলিউরেথেন ব্যবহার করে ক”নড”ম তৈরি করেন, যা ড্রেসিংয়ে ব্যবহৃত একটি স্বচ্ছ উপাদান। পাতলা ও নমনীয় হওয়া সত্ত্বেও তা পানি নিরোধক এই ক”নড”ম। তিনি বলেন, এই ইউনিসে”ক্স ক”নড”ম এতটাই স্বচ্ছ যে ব্যবহারের পর কিছু বোঝাই যাবে না।

এরই মধ্যে বেশ কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ওয়ান্ডালিফের। আগামী ডিসেম্বর থেকে ওই ফার্মের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে এই ইউনিসে”ক্স ক”নড”ম। ড. ট্যাং বলেন, আমি যথেষ্ট আশাবাদী যে অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌ”ন রোগ প্রতিরোধ করতে একটি অন্যতম সংযোজন হবে এই ক”নড”ম।

About reviewbd

Check Also

বেশি আনন্দ পেতে বের হলো স”হ”বাসের নতুন পজিশন

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *