পাঁচশো বছরের পুরনো ভবনে বইয়ের আলমারির পেছনে বিশালাকার জায়গা খুঁজে পাওয়া গেছে। বুকশেলফের একপাশের কাঠের স্ক্রু খুলে ভেতরে প্রবেশ করে জায়গাটি আবিষ্কার করেন এক যুবক। জানা গেছে, বাড়িটি ছিল সাসেক্স পরিবারের।
গোপন কুঠুরির সন্ধান পেয়েছেন ফ্রেডি গডঅল। নিজের বাড়ির বুকশেলফের পেছনের ওই জায়গাটি নিজের বৃদ্ধিতেই খুঁজে পেয়েছেন তিনি। আগে থেকেই তার ধারণা ছিল, তার ভবন থেকে পাশের ভবন এবং গির্জার মধ্যে সংযোগ থাকতে পারে।
জায়গাটি খুঁজে পাওয়ার একটি ভিডিও টিকটক এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গডঅল। নিজের বাড়ির ১৮ শতাব্দির ছবি পাওয়ার পর থেকেই নতুন জায়গাটি খুঁজে পাওয়ার বাসনা ছিল তার। পরে সেটি তিনি খুঁজে পেলেন।
গডঅল বলেন, আমি দরজা খুঁজছিলাম এবং একটি ছোট গর্ত খুঁজে পেলাম; যা লুকানো ঘরের দিকে ইঙ্গিত দিচ্ছিল। ভিডিওতে দেখা যায়, গোপন কক্ষটি যাতায়াতের পথের সঙ্গে যুক্ত।
গডঅলের ধারণা, অনেক বছর আগে বাড়ির কাজের লোকদের কোয়ার্টার থেকে মূল বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করা হয়েছিল। পরে সেটি বন্ধ করে দেওয়া হয়ে থাকতে পারে।
সূত্র: নিউজ উইক।