মাছের বাজারে লাফ দিয়ে শিং পড়লো পায়ে, মারাই গেলেন মুরাদ

রংপুরে মাছ কিনতে গিয়ে শিং মাছ লাফ দিয়ে পড়ে পায়ের ওপর। এতে মাছের কাঁটা পায়ে বিঁধে যায়। মাছের বিষে প্রাণ হারান উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক শাহ মাহমুদুল হাসান মুরাদ (৩৮)। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা বাজারে।

শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ছাওলা ইউনিয়নের আদম (ফকিরবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিকিৎসক ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. শাহজাহান মিয়ার পুত্র। তিনি পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ১ নম্বর ব্লকের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ছাওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা আলম।

জানা যায়, গত শুক্রবার উপজেলার পাওটানাহাটে মাছ কিনতে গিয়েছিলেন মুরাদ হাসান। মাছবাজারে গেলে শিং মাছ তার পায়ের ওপর লাফ দিয়ে পড়ে। এ সময় তার পায়ের ওপর শিং মাছটির কাঁটা বিঁধে যায়। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান। প্রথম দিনে ব্যথা টের না পেলেও পরদিন মুরাদের পা ফুলে যায় এবং যন্ত্রণা অনুভব করতে থাকেন। ব্যথা তীব্র হলে গতকাল শনিবার রাত ৯টায় মুরাদকে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *