আমাদের জীবনের এখন এক অপরি’হার্য অ’ঙ্গ হয়ে উঠেছে মুঠোফোন। আর এই মুঠোফোনের দুনিয়ায় মাঝে মাঝেই বিভিন্ন ভিডিও ভাই’রাল হয়ে যায় সো’শ্যাল মিডিয়া জুড়ে।
বর্তমানে কমবেশি আট থেকে আশি সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সেই স’ঙ্গে করো’না সংক্রমনের জেরে লকডাউন চলাকালীন সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক গুণ বেড়েছে।
প্যাশন হিসেবে গান নাচ থাকলেও, ক্যা’রি’য়ার গ’ড়ার সুবিধার জন্য অ’ধি’কাংশ সময় সকলেই পড়াশোনাকেই বেছে নেয়। পড়াশোনা চাপে ব্য’স্ত’তার চাপে ইচ্ছে’রা কোথায় যেন চাপা পড়ে যায়। তারপর কর্মজী’বনে প্রবেশ করতেই কোথায় যেন হা’রিয়ে যায় নিজের ই’চ্ছের সেই গুরুত্ব।
আর সংসারি হলে তো কোনো কথাই নয়। সংসারের চাপে নিজের দিকেই খেয়াল রাখা হয়ে ওঠে না অনেক সময়।
কি’ন্তু প্রতিভা সু’প্ত অব’স্থায় থাকলেও তার প্র’কাশ একদিন ঘট’বেই। কাজের চাপে পড়ে ই’চ্ছে পূরণ না হলেও মনের মধ্যে কিন্তু সযত্নে লালিত হয় সে’গুলো।
কিছু মানুষ আছেন যারা নিজেদের সারাদিনের ব্যস্ততার মধ্যেও ইচ্ছা পূরণের দিকে এগিয়ে যান। নাচ, গান, কিংবা আবৃত্তি চর্চা নিয়ে থাকেন অবসর সময়ে।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বাদানুবাদ এখন প্রায়’শই লেগে আছে। বলতে গেলে এটাই এখন অধিকাংশ শিক্ষা প্রতি’ষ্ঠানের সংস্কৃতি।
কোনও পক্ষই কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়। অনেকে আবার অবশ্য এই পরি’স্থিতির জন্য দায়ী করেন ভার’তীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মাত্রা’তি’রিক্ত ছাত্র রাজ’নী’তির পরিমণ্ডলকে।
কি’ন্তু এবার এমন এক ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডি’য়ায়, যা দেখলে ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষ’ক-শিক্ষি’কাদের স’ম্পর্ক ক’তটা বন্ধুত্বপূর্ণ তার প্র’মাণ মিলল।
ভিডিওটি একটি কলেজের অনু’ষ্ঠানের ভিডিও। হলঘর জুড়ে ছাত্রছাত্রীরা বসে রয়েছেন। অন্যদিকে ব্যাক’গ্রাউ’ন্ডে বাজছে “টিপ টিপ বর্ষা পানি” গানটি।
সেই গান এই দু’র্দান্ত নেচে ভা’ইরাল হলেন কলেজের এই শি’ক্ষিকা। পরনের নীল শাড়ি। খোলা চুলে যেনো ওই শিক্ষি’কার সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
ভুল হয়নি ডান্স স্টেপ। অসাধারণ ভঙ্গিমায় নেচে ছাত্রছাত্রীদের মন জয় করে নিয়েছেন ওই শিক্ষিকা। পাশ থেকে ছাত্র-ছাত্রীরাও শিক্ষিকাকে অনুপ্রেরণা জুগিয়েছেন নাচের জন্য।
“প্লিস সা’ব’স্ক্রা’ইব” নামক একটি ইউ’টিউব চ্যা’নেল থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। এরই মধ্যে আড়াই মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন।
তার সাথে রয়েছে ৩২ হাজার লাইক। ভিডিওটির কমেন্ট সেকশনে গেলে দেখা যাবে, কলেজের অনুষ্ঠা’নের ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষিকার নাচ প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন করেছেন সকলেই।
কেউ কেউ বিষয়টিকে ভালো চোখেই দেখেছে। কেউ আবার শিক্ষিকার এই ধরনের নাচ দেখে সংস্কৃতির অবমাননা বলেও দাবি করেছেন।