চাচির গো”স”লের ভিডিও করে চাচার কাছে টাকা দাবি!

টাঙ্গাইলের বাসাইলে চাচির গোসলের দৃশ্য ভিডিও করে সেটি ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম শরীফ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ মে) এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মান্দারজানি গ্রামের জামাল মিয়ার ছেলে শরিফুল ইসলাম শরীফ (২৮) কৌশলে তার চাচির গো”স”লের ভি”ডিও ধারণ করেন। পরে ওই ভিডিও হৃদয় খান নামে একটি ইমো আইডি থেকে তার সৌদি প্রবাসী চাচা রফিকুল ইসলামকে পাঠায়। দুই লাখ টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি তার স্ত্রী শেফালীকে জানায়। পরে শেফালী বাদী হয়ে বাসাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের বিরুদ্ধে চুরিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে শরীফ বলেন, আমাদের বাড়িতে পুলিশ এসেছিল। আমি পুলিশকে আমার মোবাইল ফোন দিয়ে দিয়েছি। আমার চাচির সঙ্গে এমন কাজ আমি করতে পারি না। এ অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আপাতত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About reviewbd

Check Also

গভীর রাতে মাকে জাপটে ধরতেই প্রতিবেশীর পু”রু”ষা”ঙ্গ কাটল মেয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ধ”র্ষ”ণ করতে গিয়ে নিজের পু”রু”ষা”ঙ্গ হারিয়েছেন শাহ আলম নামে এক যুবক। যদিও শাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *