কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু বিষয় প্রকাশ করতে চায় না।
বিয়ের পরে নতুন এক পরিবেশে গিয়ে সংসার শুরু করতে হয়, তাই এ সময় মেয়েদের মধ্যে কিছু পরিবর্তন আসে।
কোন কথাগুলো মেয়েরা স্বামীর কাছে গোপন করে?
অতীত সম্পর্কের কথা: অতীত সম্পর্ক থাকাটা অস্বাভাবিক নয়। সেই সম্পর্ক যার কারণেই ভাঙুক, সেটি মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে গোপন করে থাকে। এর বড় কারণ হলো, স্বামীকে পূর্বের সম্পর্কের কথা জানালে সে পরবর্তীতে সন্দেহপরায়ণ হয়ে উঠতে পারে। তাই অতীত সম্পর্ক নিয়ে মেয়েরা স্বামীর কাছে সহজ হতে পারে না।
শ্বশুরবাড়ির আত্মীয়দের ব্যবহার: বিয়ের পরপরই সব মেয়ের জন্য শ্বশুরবাড়ির অভিজ্ঞতা সমান সুখকর হয় না। অনেক মেয়েকে বিয়ের পরপর শ্বশুরবাড়িতে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। স্বামীর দিকের কোনো আত্মীয়র ব্যবহারে আঘাত পেতে পারে। কিন্তু এসব বিষয় মেয়েরা স্বামীর কাছে গোপন করে।
শারীরিক ছোটখাটো সমস্যা: নানা ধরনের শারীরিক সমস্যা প্রায় সবারই থাকে। কিন্তু বিয়ের পর সেটি নিয়ে বেশিরভাগ মেয়ে সহজ হতে পারে না। নিজের যেকোনো অসুস্থতা নিয়ে তারা অস্বস্তিতে ভোগে। স্বামীর কাছে ছোটখাটো অসুখের কথা লুকিয়ে রাখে। এর ফলে পরবর্তীতে তা বড় অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে।
যৌনজীবনের কিছু বিষয়: যৌনজীবনের ক্ষেত্রে নিজের পছন্দ, চাহিদা, সমস্যার কথা মেয়েরা স্বামীর কাছে বলতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা এসব বিষয় গোপন করে। দাম্পত্য পুরোনো হলে অনেক কথা খুলে বলতে পারে হয়তো, তবে নতুন অবস্থায় এসব বিষয় গোপন রাখতেই পছন্দ করে তারা।
বাবার বাড়ির সমস্যা: বাবার বাড়ির বিভিন্ন সমস্যা বা আর্থিক টানাপড়েনের কথা মেয়েরা সহজে স্বামীকে বলে না। দুই পরিবারের মধ্যে এক ধরনের আড়াল রেখে চলতে পছন্দ করে তারা। বাবার বাড়ির কোনো সমস্যার কথা জানতে পারলে স্বামীর কাছে গুরুত্ব কমে যেতে পারে, এমনটা ভেবেই তারা এগুলো স্বামীর কাছে গোপন করে।