ই’সরাই’লের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব

সৌদি আরবের আকাশপথ ই’সরা’ইলি বিমানের জন্য নিষিদ্ধ করা করা হয়েছে। হঠাৎ করেই গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সৌদি। তবে কি কারণে এ নিষেধা’জ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি।

এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। এর পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ই’সরা’ইল’কে অনুমতি দেয় হয় সৌদি আরব। বুধবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু ই’সরা’ই’লি গণমাধ্যমের বরাতে এ খবর জানায়।

খবরে বলা হয়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।

ই’সরাই’লি আর্মি রেডিও জানিয়েছে, এ কারণে যাত্রীদের ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ই’সরা’ইল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদির আকাশ একটি গুরুত্বপূর্ণ রুট।

সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরাইল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে। এর ফলে আমিরাত ও ই’সরা’ই’লের মধ্যে ফ্লাইট চলাচলে খরচ বেড়ে যাবে।

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *