ঢাকা প্রিমিয়ার লিগে ছিল বিরতি; কিন্তু এর আগে ১জুন বৃষ্টি এসে সব গন্ডগোল করে দিয়েছে। সূচি অনুযায়ী প্রথম ২ রাউন্ড শেষে আজ বুধবার বিরতির পর আবার ৩মে থেকে তৃতীয় রাউন্ড শুরুর কথা ছিল। কিন্তু মঙ্গলবারের ভারি বর্ষণে সব ওলট-পালট করে দিয়েছে।
এখন বিকেএসপির মাঠ প্রবল বর্ষণে ভিজে একাকার। ওই মাঠে পরের দিনও খেলা আয়োজন সম্ভব নয়। এরপর টানা খেলা আয়োজন নিয়েও জেগেছে সংশয়। তাই ২ থেকে ৫ জুন- এই চারদিন বিকেএসপির সব ম্যাচ শেরে বাংলায় স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের সব কটা ম্যাচ হবে হোম অফ ক্রিকেটে।
এবং প্রতিদিন তিনটি করে ম্যাচ আয়োজন করা হবে। অর্থাৎ ২ ও ৩ জুন দু’দিনে দ্বিতীয় পর্ব আর ৪ ও ৫ জুন তৃতীয় পর্বের খেলা শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ পর্বে প্রতিদিন সকাল ৯ টায়, দুপুর দেড়টায় ও সন্ধ্যা ৬ টায় একটি করে খেলা অনুষ্ঠিত হবে। আজ বুধবার সকালে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং প্রাইম দোলেশ্বরের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি যথাসময়ে শুরু হয়েছে।
টস জিতে খেলাঘর অধিনায়ক জহুরুল ইসলাম প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বরকে ব্যাট করার আমন্ত্রন জানান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে প্রাইম দোলেশ্বর। তরুণ ইমরানুজ্জামানের ব্যাটে ঝড় উঠেছিল। তিনি ১৭ বলে করেন ৪০ রান।
ওপেনার ইমরানউজ্জামান (১৭ বলে ৪ ছক্কা এবং ৩ বাউন্ডারিতে ৪০) ঝড়ো সূচনা করে দিলেও বাকিরা তার সাথে মিল রেখে ব্যাট করতে পারেননি। অপর ওপেনার ফজলে রাব্বি করেছেন ২২ বলে ১৪ রান।
তিন নম্বরে ব্যাট করতে নামা সাইফ হাসান ৩৩ বল খেলে করেছেন ২৮ রান। ২০ বলে ২১ রান করেছেন মার্শাল আইয়ুব। শামিম হোসেন করেছেন ১২ বলে ১৬ রান। শেষ দিকে শরিফুল্লাহ ৯ বলে অপরাজিত ছিলেন ১৫ রানে। অধিনায়ক ফরহাদ রেজা ৬ বলে করেছেন ৯ রান।
খেলাঘরের হয়ে ৩ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। উইকেট নিয়েছেন ১টি। খেলাঘর অধিনায়ক জহুরুল ইসলাম অমি বাকি এক ওভার যে তাকে করাননি, সেটা তিনিই ভালো জানেন। খালেদ আহমেদ এবং মাসুম খান নিয়েছেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ডপ্রাইম দোলেশ্বর : ১৪৯/৬, ২০ ওভার (ইমরান ৪০, সাইফ ৩৩, মার্শাল আইয়ুব ২১, শরিফুল্লাহ ১৫, ফজলে রাব্বি ১৪; মেহেদী হাসান মিরাজ ১/৯। খালেদ আহমেদ ২/৩০, মাসুম খান ২/৩২)।